দেশের বৃহত্তম ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর দৃষ্টি আকর্ষণ করতেছি।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৪:২২ সন্ধ্যা
বাংলাদেশে রাজনীতিতে কুটনৈতিক তত্পরতা একটা রাজনৈতিক অংশ। আমরা মনে করি সেই অংশে জামায়াতের ও প্রভাব আছে আর থাকাটাই সাভাবিক। বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক বিরোধী ও বিদ্ধেষী অনেকে বলে বেড়ান বা চ্যাচামেচি করেন দেশের বৃহত্তম ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর বিশ্বের অনেক দেশের দেওয়া টাকায় বাংলাদেশে রাজনীতি করতেছে। এ দিকে সব সময় জামায়াতে ইসলামী তাদের বক্তব্যকে রাজনৈতিক বলে তা অস্বীকার করে আসতেছে এবং নিন্দা ও জানাচ্ছে। জামায়াত দাবি করে তারা তাদের সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের দেওয়া বায়তুল মাল (চাদা ) দিয়ে চলে।
দেশের ইসলাম ইসলাম বিরোধী শুধু নয় ইসলাম বিদ্ধেষী হিসেবে পরিচিতি তাদের মধে একজন ঘাদানিক শাহরিয়ার কবির (যাকে দেশের মানুষ মুরগি ছাপ্লাইয়ার বলে জানে ১৯৭১ সালে পাকিস্তানিদের সে মুরগি ছাপ্লাই দিয়েছে ) সব সময় জামায়াতের বিরোদ্ধে নানান অপপ্রচার করে তার অপপ্রচারের মধ্যে অন্যতম হলো সৌদি-আরব জামায়াত কে সব সময় টাকা দিচ্ছে।এমন কি শাহরিয়ার বলেছেন উনার কাছে নাকি সৌদির প্রভাবশালী কে বা করা বলেছেন। সৌদী আরব যদি জামায়াত কে টাকা দেয় সেটা ভালো কথা কিন্তু আমরা জানি রাজনৈতিক ভাবে সৌদি সরকার টাকা দেয় না সেটা জামায়াতের পক্ষ থেকে একাদিকবার তারা বলেছেন।গাদানিক কবির আরো বলেন জামায়াতের গায়ে টাচ করা মানে আমেরিকার গায়ে টাচ করা।
আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে মনে করি জামায়াতের উচিত্ হবে এই সব বক্তব্য সৌদি আরব ও আমেরিকার দৃষ্টি আকর্ষণ করে বলা যে , ঘাদানিক শাহরিয়ার ও আরো যারা অপপ্রচার করে তাদের বিরদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে বাংলাদেশে সৌদি ও আমেরিকার কুটনৈতিক দ্বারা মামলা করা এবং বাংলাদেশ সরকারের উচ্চমহলে জানান দেওয়া।
বিষয়: বিবিধ
১৫৩৫ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
"বাজারি লোকের গালি হেসে উড়িয়ে দাও"
মুরগী সাপ্লায়ার জাতিয় ব্যাক্তিরা তাদের মিথ্যা কথাগুলি বলেই যাবে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন