দেশের বৃহত্তম ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর দৃষ্টি আকর্ষণ করতেছি।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৪:২২ সন্ধ্যা



বাংলাদেশে রাজনীতিতে কুটনৈতিক তত্পরতা একটা রাজনৈতিক অংশ। আমরা মনে করি সেই অংশে জামায়াতের ও প্রভাব আছে আর থাকাটাই সাভাবিক। বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক বিরোধী ও বিদ্ধেষী অনেকে বলে বেড়ান বা চ্যাচামেচি করেন দেশের বৃহত্তম ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর বিশ্বের অনেক দেশের দেওয়া টাকায় বাংলাদেশে রাজনীতি করতেছে। এ দিকে সব সময় জামায়াতে ইসলামী তাদের বক্তব্যকে রাজনৈতিক বলে তা অস্বীকার করে আসতেছে এবং নিন্দা ও জানাচ্ছে। জামায়াত দাবি করে তারা তাদের সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের দেওয়া বায়তুল মাল (চাদা ) দিয়ে চলে।

দেশের ইসলাম ইসলাম বিরোধী শুধু নয় ইসলাম বিদ্ধেষী হিসেবে পরিচিতি তাদের মধে একজন ঘাদানিক শাহরিয়ার কবির (যাকে দেশের মানুষ মুরগি ছাপ্লাইয়ার বলে জানে ১৯৭১ সালে পাকিস্তানিদের সে মুরগি ছাপ্লাই দিয়েছে ) সব সময় জামায়াতের বিরোদ্ধে নানান অপপ্রচার করে তার অপপ্রচারের মধ্যে অন্যতম হলো সৌদি-আরব জামায়াত কে সব সময় টাকা দিচ্ছে।এমন কি শাহরিয়ার বলেছেন উনার কাছে নাকি সৌদির প্রভাবশালী কে বা করা বলেছেন। সৌদী আরব যদি জামায়াত কে টাকা দেয় সেটা ভালো কথা কিন্তু আমরা জানি রাজনৈতিক ভাবে সৌদি সরকার টাকা দেয় না সেটা জামায়াতের পক্ষ থেকে একাদিকবার তারা বলেছেন।গাদানিক কবির আরো বলেন জামায়াতের গায়ে টাচ করা মানে আমেরিকার গায়ে টাচ করা।

আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে মনে করি জামায়াতের উচিত্ হবে এই সব বক্তব্য সৌদি আরব ও আমেরিকার দৃষ্টি আকর্ষণ করে বলা যে , ঘাদানিক শাহরিয়ার ও আরো যারা অপপ্রচার করে তাদের বিরদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে বাংলাদেশে সৌদি ও আমেরিকার কুটনৈতিক দ্বারা মামলা করা এবং বাংলাদেশ সরকারের উচ্চমহলে জানান দেওয়া।

বিষয়: বিবিধ

১৫৩৫ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182056
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
শেখের পোলা লিখেছেন : আমার মনে হয় জামাত এখন,'কুফ্ফু আইদিয়া কুম' অবস্থানে আছে৷ এখন ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছে৷
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৫
134722
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ধন্যবাদ মন্তব্যের জন্য
182061
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
সজল আহমেদ লিখেছেন : ভাই রাগ করবেন না এ সম্বন্ধে আমার কোন মতামত নেই।কারন আমি জামায়েত ইসলাম করিনা।
আপনাকে ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৬
134724
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জামায়াত ইসলামী না করলেও যারা মিথ্যে অপপ্রচার করে তাদের বিরদ্ধে কিছু বলবেন আশা করি
182062
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
বিডি রকার লিখেছেন : ঘাদানিকের মুরগী মিয়ার এসব কথার বিরুদ্ধে প্রকাশ্যে এমন করাটা জামায়াতের পক্ষে এত পসিবল না , আর পসিবল হলেও তার মত পাগলের কথাকে উপরে তুলে না ধরাটাই আমার দৃষ্টিতে বেটার .... Smug
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৮
134727
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ,তবে বিষয়টা যদি এরকম না হয় থোলে অন্তত কুত্নতিক ভাবে কিছু করা প্রয়োজন
182075
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
বিন হারুন লিখেছেন : মাইরের উপর ৗষধ নাই, ভাল করে চিকিত্সা করা গেলে এসব ঘাদানিক পাগল মানুষ হয়ে যেত.
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৯
134729
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনেকটা ঠিক তবে সুম্পূর্ণ না। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইজান
182085
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সব বিষয়ে মনে হয় সেই উপদেশটাই যতেষ্ট
"বাজারি লোকের গালি হেসে উড়িয়ে দাও"
মুরগী সাপ্লায়ার জাতিয় ব্যাক্তিরা তাদের মিথ্যা কথাগুলি বলেই যাবে।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৯
134730
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তারপরও অন্তত কুটনৈতিক ভাবে কিছু একটা করা প্রয়োজন ভাইয়া
182106
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিকার অর্থে জামায়াত এগুলোকে পাত্তা দেয়না।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৫
134736
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
182132
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : শাহরিয়ার কবির আবার কেঠা, ঐমুরগি চোরটা না, ১৯৭১ সালে মুরগী চুরি করতো।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৬
134739
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হে চিনতে পেরেছেন ,তার কথা বলতেছি শুধু সে নয় আরো আছে সাথে
182145
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
মারজান বিন ছনা লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৬
134741
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
182167
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ছাগলরে ম্যা ম্যা না করার জন্য পাচায় বারি দিলে সে আরো বেশি ম্যা ম্যা করে, এই হালার মুরগি চোরও সেই ছাগলের মত, ছাগলের ম্য‍া ম্যা শুনে কি লাভ?
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৭
134743
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছাগলের ম্যা শুনে লাভ নয় তবে লস আছে
১০
182168
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
সিটিজি৪বিডি লিখেছেন : ওরা কত কথায় তো বলে..কান দিতে নাই..জনগন সব ভাল করেই জানে....
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৭
134744
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তারপর ও ভাইয়া
১১
182170
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
এম এ আলীম লিখেছেন : আমি মনে করি অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতকে আরো শক্ত ভুমিকা নিতে হবে।মিডিয়াগুলোকে সবার আগে হস্তগত করতে হবে।প্রয়োজনে দেশের বাইরে নিজস্ব মিডিয়া দ্রুত প্রতিস্থাপন করতে হবে।সমাজের সব জায়গায় সেটা চায়ের দোকানে কিংবা কোন আড্ডায় যদি একজনও জামায়াত পন্থী লোক থাকেন তার উচিত বিরুধীদের অপপ্রচার সম্পর্কে মানুষকে সতর্ক করা।দাওয়াতী কাজের ব্যপক পরিধী বাড়াতে হবে।বাংলাদেশের প্রতিটি গ্রামে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।আর আগামী দশ বা বিশ বছর পর যদি আমরা বিপ্লবের ডাক দেই তাহলে প্রয়োজনীয় কর্মপন্থা এখনি নির্ধারন করতে হবে।প্রশিক্ষিত লোকবল প্রশাসন থেকে শুরু করে সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করতে হবে।আর শিবিরের ভুমিকা আরো প্রবলবেগে বাড়াতে হবে।আগে দাওয়াত পেত হাইস্কুল থেকে এখন প্রাইমারি থেকে দাওয়াত দিতে হবে।মুরগি কবীর গুলো নিজেদের অস্তিত্ব সংকটে তাই এরা পাগল হয়ে গেছে।এদের হাতে গননা করা উচিত নয়।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৭
134745
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তারপর ও ভাইয়া
১২
182182
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
সাদাচোখে লিখেছেন : মূলতঃ ব্যাক্তি শাহরিয়ার কবির কি বললো, না বললো - তা ইমপোর্টেন্ট হত না। কিন্তু ভারতের এজেন্ট শাহরিয়ার - ইসলাম বিদ্বেষী শাহরিয়ার, ইতিহাস বিকৃতিকারী সংগঠন ঘাদানিক এর অফিস বিয়ারার শাহরিয়ার কি বললো না বললো - তাকে বিবেচনায় নিতে হবে এবং তার বিপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চুপ করে থাকাটা যদি ভাল হয় - তাই করা উচিত আর অন্য কিছু করার প্রয়োজন হলে তাও করা উচিত। আজকের বিশ্বে ইসলাম বিরোধী ও মুসলিম বিদ্বেষী হলে চোর ডাকাত হতে শুরু করে মুচি মেথর এর ও অনেক ক্ষমতা বটে। আর তা যদি দূর্গা প্রেমিক হাসিনা সরকারের সময়ে হয় - তবে তো কথাই নেই।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৮
134746
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ
১৩
182203
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : যারা জামায়াতের বিরুদ্ধে এসব বলে বেড়ায় তাদের মিথ্যা কথায় কান দেয়া মানেই গুরুত্ব দেয়া। এসব পাগল চাগল কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে কেইস দিলে খূশী হয়। ওরা যেটাকে জামায়াতকে জড়াতে চায় জামায়াত সেটিকে গুরুত্বের সাথে না দেখাই উত্তম।

ধন্যবাদ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৯
134747
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ,আপনার নামের পাশে প্রবাসী লিখা দেখে আমি কিন্তু আমার নাম রেখেছি
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২২
134947
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। প্রবাসে থাকার টাইটেল এটি।
১৪
182204
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৬
সজল আহমেদ লিখেছেন : আশ্চর্যজনক হলেও সত্য যে শাহরিয়ার কবির কোন ধর্মকে কেয়ার করেনা।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৯
134748
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন জনাব , অনেক ধন্যবাদ
১৫
182211
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৩
আলোর আভা লিখেছেন : আমার রাজনৈতিক ধারনা কম তাই মন্তব্য থেকে বিরত থাকলাম।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২০
134749
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পড়ে মন্তব্য করেছেন তাতেই খুশি অনেক ধন্যবাদ
১৬
182301
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪০
বড়মামা লিখেছেন : ভালো পরামর্শ আপনাকে অনেক ধন্যবাদ ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০০
134786
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাক ও অনেক ধন্যবাদ
১৭
182526
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : জামায়াত এমনিতেই হামাল মামলায় জর্জরিত। তার উপর নিজেরাও এভাবে মামলার পরিধি দীর্ঘ করলে আজীবন মামলা ছাড়া বাকী কাজ আর করা হবে না।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
135019
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মতামতের জন্য অনেক ধন্যবাদ
১৮
183447
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
নূর আল আমিন লিখেছেন : ভালো লাগলো
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
135573
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ
১৯
183936
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৬
অজানা পথিক লিখেছেন : লাভ নাইরে ভাই!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
136127
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেটা ও ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File