; চাচা আপনি কি টেলিভিশনে নাটক করেন ? ;
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৬:০৫ সন্ধ্যা
আমরা পাচ বন্ধু মিলে আমাদের স্থানীয় বাজারের মধ্যখান দিয়ে হাটতেছি।আমার ওপর চার বন্ধুরা হলেন রাজু ,সাজু ,জনি ও সামাদ ,বর্তমানে রাজু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজু দেশে চাকুরী করে ,সামাদ হাফিজ বর্তমানে ব্যবসা করে , জনি ইংল্যান্ড। ঠিক সেই মুহুর্তে এক লোক আমাদের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন।লোকটির মাথায় ভিন্ন স্টাইলের চুল ,দেখতে অনেকটা ভিন্ন রকম। আমার এক বন্ধু রাজু সে সম্পর্কে চাচা হয় কিন্তু বয়সে সমমান থাকার কারনে সে আমার ভালো বন্ধু সে লোকটিকে দেখেই বলে শাহীন আমার মনে হয় লোকটি নাটক করে টেলিভিশনে ?আমরা চাচা বন্ধুর কথায় কান না দিয়ে হেটেই যাচ্ছিলাম প্রায় ২০ -২৫ কদম দেওয়ার পর চিন্তা করলাম বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। আমি থেমে গেলাম বন্ধুদের বললাম একটু দ্বারা আমি আসতেছি বলেই লোকটিকে ফলো করে একটা দৌড় দিলাম আমার পেছনে পেছনে বন্ধুরা ও আসতেছে দেখে দৌড়ের গতি থামিয়ে একসাথে লোকটির কাছে গিয়ে আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম চাচা আপনি কি টেলিভিশনে নাটক করেন ?লোকটি কোনো কথা না বলে আমাদের দিকে থাকিয়ে রইলো অবাক হয়ে। আমরা বুঝতে পারলাম অবস্থা ভালো না আমরা আবার উল্টো দিকে হাটতে লাগলাম দ্রুত গতিতে।
লোকটির সমন থেকে এসে ছোট্ট একটা কথার যুদ্ধ বেধে যায় আমাদের মধ্যে। জনি ও সাজু রাজুকে দোষী সাব্যস্ত করায় যুদ্ধটা থেকে গেল।
জানি না সেই সময় লোকটি কি মনে করতেছিল ?মনে করার কি আছে আমরা ছোট্র ছিলাম তাই হয়তো লোকটি কিছুই মনে করেনি। পরের দিন স্কুলে গিয়ে স্কুল বন্ধুদের সাথে বিষয়টা জানালাম। তখন আমরা ক্লাস ফাইভ এর ছাত্র ছিলাম।
(উত্সর্গ : - রাজু ,সাজু , জনি ও সামু (সামাদ) )
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাহীন ভাই আপনার লেখা সবসময় ভাল, আজ মনে হয় একটু আনমনা হয়ে লিখেছেন তাই বানানে অনেক গুলো ভুল দেখলাম, ধন্যবাদ। যেমন- উৎসর্গ,স্থানীয়,চাকুরী,বয়সে, ফাইভ,ছোট্ট,দোষী,গতিতে, অবস্থা,ইংল্যান্ড,ফলো,
(ধন্যবাদ কিছু মনে করবেন না)
শাহীন ভাই@আপনার ছোটবেলার গপ্পটা ভালই লাগল।কিছুটা হাস্যকর ও!
আপনাকে ধন্যবাদ।
সাজু নামে ছাত্র লিগের এক কুত্তার বাচ্ছা আমাদের এলাকায় আছে, যে আমার পরিবারকে এবং আমাদেরকে অনেক জালাইতেছে? তাই সাজুর কথা শুনে মাথা গরম- চুক চুক-
তবে হ্যা আপনার লেখাটা ভালোই লেগেছে- ধন্যবাদ-
আপনার পরিবারকে যে সাজু জালায়তাছে তার বিরোদ্ধে কৌশলে ব্যবস্তা নেন।
কেমনে কি কিচ্ছু ন বুঝি ?
মন্তব্য করতে লগইন করুন