আলহামদুলিল্লাহ - মা ছেলের ৮ মিনিট ফোনে সব বদলে গেল
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১৫:৫০ সন্ধ্যা
রাত ১১ টায় প্রবাস থেকে ছেলে তার মাকে ফোন করে উপজেলা নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানায়। সেটা বলতেই তার মা তাকে বলেছিলেন কি রে বাবা রাত ১১ টায় মায়ের কাছে ফোন করে সকালে যে কথা এখন ও এই একই কথা। আমি মন করি ( তুই বেটা আগর লাখান পাগল রইচত ) আগের মত পাগল ছেলে রয়ে গেলি। জবাবে ছেলেটি বলেছিল আম্মা আগে পাগল ছিলাম দুষ্টমির জন্য খেলার জন্য ,আর আজ পাগল হয়েছি ভোটের জন্য। কথা শুনে হাসতে হাসতে মা বলেন তোমার না আগে সমর্থন ছিল অন্যদের এখন বদলে গেলে কেমনে ?ছেলে কিছুই বলে নি সময়ের কৃপণতায় । শুধু ফোন রাখার পূর্বে মা কে বলেছিল আম্মা অনেক ভোট দিয়েছেন একটিবার ছেলের কথা শুনেন ,আম্মা আপনি হিজাব পরিধান করেন ,নামাজ নিজে আদায় করেন আমাকে ও আদায় করার জন্য সবসময় বলেন তাহলে আপনি কেন যারা ইসলামের বিরোধিতা করে তাদের ভোট দেবেন ? মা বলেছিল আমি এবং তোমার আব্বা তোমার পছন্দের প্রার্থীকে ভোট দেব ।
মা ছেলের মাত্র ৮ মিনিটের ফোনে অনেক কিছু বদলে গেল। সকালে ভোট কেন্দ্র থেকে এসে মা তার সন্তান কে ফোন করে জানিয়ে দেন তার পছন্দের প্রার্থীকে উনারা ভোট দিয়েছেন ।রাতে প্রবাসী সন্তান তার মাকে বিজয়ের খবর জানায় সাথে সাথে ছেলেটি মাকে বলে আম্মা আপনি যে ব্যাক্তিকে ভোট দিলেন তার প্রতি আমার ভালোবাসা কেন জানেন ?একমাত্র আল্লহর জন্য মা ও তাকে জানিয়ে দিলেন আজ থেকে তোমার সাথে আমরা ও রাজাকার হয়ে গেলাম।
ছেলে খুশি মা খুশি তাদের বিশ্বাস আল্লাহ ও তাদের উপর খুশি।
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুটি যায়গায় লিখেন থাকে
শব্দটা হবে তাকে
মা ছেলের বিজয়ে আমরাও বলি,আল হামদুলিল্লাহ।
ভালো লাগলো। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন