১৯ তারিখের প্রথম পর্বের উপজেলা নির্বাচনে কঠিন প্রস্তুতি প্রয়োজন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩২:১৭ সন্ধ্যা
আগামীকালের প্রথম পর্বের উপজেলা নির্বাচনে সরকারী দল নানান চক্রান্ত করতে যাচ্ছে। যা ইতি মধ্যে তার ছক চূড়ান্ত করে রেখেছে।আওয়ামীলীগ সরকার দেশের জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জাতীয় নির্বাচন থেকে এবার উপজেলা নির্বাচনে ও একই ফন্দি চালাচ্ছে। তারা চায় জাতীয় সংসদের মতো একটি ভোটারবিহীন নির্বাচন। সেই সুত্রে দেশের বিভিন্ন জায়গায় অনেক প্রার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে ,প্রাথীর সমর্থকদের ভয় দেখানো হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে ,প্রার্থীর উপর হামলা কক হচ্ছে। আজ সকালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় এক ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর উপর হামলা করা হয়েছে যার ফলে প্রার্থী এখন হাসপাতালে। এরকম ৯২ টি উপজেলায় একই কান্ড করার প্লানে এগিয়ে যাচ্ছে সরকারীদল ।দেশের সকল জায়গায় বিরোধী জোটের জয়ের সম্ভাবনা দেখে উপজেলা নির্বাচনের ফলাফল ‘হাইজ্যাক’ করার প্রস্তুতি নেয়া হচ্ছে । দেশব্যাপী প্রশাসন ও সরকারি দলের কেডার প্রস্তুত রাখা হয়েছে।
এই মুহুর্তে আর মাত্র কয়েক ঘন্টার পর নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিকে সচল রাখার জন্য ,ভোটের অধিকার রক্ষার জন্য ,দেশপ্রেমিক প্রতিনিধি নির্বাচিত করার জন্য , বিরোধী সকল দল কে কঠিন প্রস্তুতি নিতে হবে যেখানে চক্রান্ত হবে সেখানে কঠিন ভাবে প্রতিহত করার জন্য তৈরী থাকতে হবে। সরকার দলের আগ্নেয়াস্ত্রের কাছে আমজনতার বাশেরকেল্লা যতেষ্ট।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর মাধ্যমে কি আশা করা যায়??????
অন্তন পক্ষ্যে ফিতনা থেকে বাচুন আর আল্লাহর কাছে দুআ করুন।
মন্তব্য করতে লগইন করুন