আজ আমার মাথা অনেক গরম
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৫:০৩ সন্ধ্যা
প্রিয় ব্লগার বন্ধুরা সমাজ কেন এরকম ?সমাজে কেন মানুষের মধ্যে এত পার্থক্য ?কেন মানুষ দুই রকম চোখ দিয়ে দুনিয়া দেখে ?কেন নিজের বিবেক কে কাজে লাগায় না ?
কয়েক দিন পূর্বে আমার চাচাতো ভাই ফেসবুকের ইনবক্সে একটা ফটো দিয়েছিল। আর সেই ফটো আমি সে দিন দেখেছি কিন্তু চিন্তা করিনি আজ যখন ওই ফটোটা নিয়ে চিন্তা করতে লাগলাম তখন আমার মাথা অনেক গরম হয়েছে । ফটোতে একজন চোরকে বেধে রাখা হয়েছে , উত্সক জনতা চোরকে দেখতেছে ,সেই চোরের শরীরের অনেক জায়গা দিয়ে রক্ত বের হচ্ছিল।
এবার চিন্তা করুন একজন কদু চোর ,লাউ চোর ,কাপড় চোর ,এক শত টাকা চোরের প্রতি মানুষের কত ঘৃনা ?সেই ঘৃণার প্রতিফলনে চোরের প্রতি এত নির্যাতন করা হয়।সমাজের রন্দ্রে রন্দ্রে যেখানে দুর্নীতি চলতেছে কোটি কোটি ,বস্তা বস্তা টাকার সেখানে তোমরা কেন কদু চোরের প্রতি এত জুলুম কর ?তোমরা কেন ওই সকল দুর্নীতিবাজদের বিরোদ্ধে রুখে দাড়াতে পারো না যাদের দুর্নীতির জন্য কদু চোরের ,লাউ চোরের , একশত টাকার চোরের জন্ম হয়েছে ।
যে কোনো অপরাধের সাজা হওয়া জরুরি সেটা যেকোনো পর্যায়ের হউক। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন কেন ?কেন সামান্য একজন চোর কে মারতে মারতে তার শরীর থেকে রক্ত বাহির করবেন ?
আমি নিজে সাক্ষী আমাদের এলাকায় একবার সামান্য কিছু টাকা (২০০ - ৩০০ হবে ) চুরি করার অপরাধে এক কাজের ছেলে কে যা না নির্যাতন করা হয়েছে যা দেখে আমি আমার বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম জুলুমকারীদের প্রতিহত করার জন্য অবস্য আমার মা আমাকে থামিয়ে ফেলেছিলেন। আর যারা চোরকে নির্যাতন করেছিল তারা আমাদের স্তানীয় বাজারে মদ গাজা বিক্রি করত ।
চোরকে তার অপরাধের জন্য দেশের আইন আছে আদালত আছে সেখানে নিয়ে যান , তা না করে তুমি কেন তার উপর নির্যাতন করবে ?এত যদি শক্তশালী মনে কর নিজেকে তাহলে দেশের বড় বড় দুর্নীতিবাজদের গিয়ে আঘাত কর।
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ইনসাফের স্বার্থে চোর ব্যাক্তির চুরির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে , দায়িত্বশীল ব্যাক্তির মাধ্যমে শাস্তির বিধান নিশ্চিত করা উচিত।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন