অনেক হয়েছে আর না
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২০:৪৭ সন্ধ্যা
আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিরা ভারতের সংবিধান ,বিচার ব্যবস্তা ,সমাজ সংস্কৃতিকে বাংলাদেশের জন্য শিক্ষনীয় বলেন।ভারতের জনগনের জীবন পরিচালনার পদ্ধতিকে বাংলাদেশের অনেক ভারত প্রেমীরা নিজের জীবন পদ্ধতি হিসেবে সমাজে জাহির করেন লেখনীর মাধ্যমে ,কথার মাধ্যমে , পোশাকের মাধমে এক কথায় নিজ সংস্কৃতির মাধ্যমে ।
আমাদের দেশের সংসদে এমন কোনো অধিবেশন নেই যেখানে ভারতের সংসদের পদ্ধতিকে বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় না। কথায় কথায় ভারতের অনেকে ভারতের গুনগান গাইতে থাকে সংসদে , টেলিভিশনের টকশোতে। বাংলাদেশের কিছু মাথা মোটা বুদ্ধিজীবী আছেন যাদের বক্তব্য বা লিখা অপূর্ণ থেকে যায় ভারতের পা নাচাটলে। গণতন্ত্র শিক্ষার একটা পুস্তক বানিয়ে ফেলা হয়েছে ভারতের সংসদ ও সংবিধানকে , আর তা করতেছেন ভারত প্রেমীরা।
এদিকে ভারত আমাদের এরকম আচরণে উত্ফুল্ল হয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নগ্ন ভাবে। তারা আমাদের সরকার ব্যাবস্তা কি রকম হবে সেটা ও শিখেয়ে দেয় ,মন্ত্রী ও বাছাই করে দিচ্ছে কোন ব্যাক্তিকে কোন মন্ত্রী পদ দেওয়া হবে সেটা ও ভারত করে দিচ্ছে। বলা চলে ভারত আমাদের দেশের সাথে দাদাগিরি করে বেড়াচ্ছে।
অতচ এই ভারতে কি হচ্ছে ?এই ভারতের সংসদে কি হচ্ছে ?তাদের সমাজের রন্দ্রে রন্দ্রে অশ্লীলতার জয়জয়কার হচ্ছে সেটা কে দেখবে ?যারা গণতন্ত্রের দাদা হতে চাচ্ছে তাদের দেশে সংসদে কি হচ্ছে এসব ?গত ১৩ ফেব্রুয়ারি ভারতের তেলেঙ্গানা রাজ্য বিল নিয়ে লোকসভায় লঙ্কাকান্ড হয়েগেছে যা গণতান্ত্রিক দেহের জন্য লজ্জাজনক শুধু নয় সেটা মহাকলঙ্ক। টেলিভিশনে দেখা গেছে সংসদের অধিবেশন এমপি চাকু দেখাচ্ছেন , একজনের হাতে গোলমরিচের গুঁড়ো (পিপার স্প্রে)কেউ কেউ লোকসভায় মারপিট করেছেন, টেবিলের কাচ ভেঙেছেন, ভেঙেছেন গ্লাস, এমনকি স্পিকারের মাইকও কেড়ে নিয়েগেছেন ।
আমার দেশ পত্রিকার অনলাইন সুত্রে জানা গেছে লোকসভার এই নজিরবিহীন কাণ্ডকীর্তি দেখেছেন ভারত সফররত বাংলাদেশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।সফরের দ্বিতীয় দিন দুপুরে সংক্ষিপ্ত সময়ের জন্য লোকসভার অধিবেশন দেখতে যান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার।সকাল ১১টায় তিনি অধিবেশন দেখতে ঢুকলে লোকসভার সব সদস্যের পক্ষ থেকে তাকে স্বাগত জানান স্পিকার মীরা কুমার। শিরীন শারমিন বসেন গ্যালারিতে বিশেষ একটি আসনে।দুপুর ১২টায় অধিবেশন পুনরায় শুরু হলেও শিরীন শারমিনকে তখন আর দেখা যায়নি গ্যালারিতে।
শিরীন শারমিন চৌধুরী আপনি কি দেখে আসলেন ?যারা আমাদের সাথে দাদাগিরি করে তাদের আসল রূপ দেখলেন তো ভালো করে ?দয়া করে ভারতকে আর দাদাগিরি করতে দেবেন না অনেক হয়েছে আর না। এবার সময় এসেছে ভারত কে দাদাগিরি থেকে দুরে রাখার। যারা নিজ দেশের গণতন্ত্রের মূল মন্ত্র সংসদের মর্যাদা রক্ষা করতে পারে না তারা অন্যের ব্যাপারে নাক গলাবে কেন ?
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই বিতর্ক ও লড়াই এটাই প্রমান করে যে ভারত নিজের দেশের মানুষকেই স্বাধিনতা দেয়না।
শিরীন শারমিন চৌধুরী আপনি কি দেখে আসলেন ?যারা আমাদের সাথে দাদাগিরি করে তাদের আসল রূপ দেখলেন তো ভালো করে ?দয়া করে ভারতকে আর দাদাগিরি করতে দেবেন না অনেক হয়েছে আর না। এবার সময় এসেছে ভারত কে দাদাগিরি থেকে দুরে রাখার। যারা নিজ দেশের গণতন্ত্রের মূল মন্ত্র সংসদের মর্যাদা রক্ষা করতে পারে না তারা অন্যের ব্যাপারে নাক গলাবে কেন ?
মন্তব্য করতে লগইন করুন