ক্রেস্ট নয় নগদ টাকা দিন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪৯:২৩ রাত
ক্রেস্ট নয় নগদ টাকা দিন
আমি চিফ হুইপ জেনে নিন।
সংসদে এসছি অনেক টাকা দিয়ে ,
ভারতের পা চেটে।
আসিনি খালি পায়ে হেটে।
ক্রেস্টে কি আমার পেট ভরবে ?
তাই বলছি ক্রেস্ট নয় নগদ টাকা দিন।
না হয় জেলে হান্দাইয়া দেব একদিন ,
মামলা একটাই জঙ্গিবাদ ,
এটাই আমাদের মামলার ফাঁদ।
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কাহিনী এক সভায় বর্ণনা করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক।
ক্রেস্ট নয় ক্যাশ চাই
নগদ ছাড়া উপায় নাই।
যতদিন এদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি বন্ধ না করবে ততদিন আমাদের নেতারা মুখে না বললেও অন্তরে এগুলো থাকবে।
এগুলো এদেশের জনগনের অনৈতিকতার ফল।
এ ব্যাটা নির্বাচনে টাকা খরচ করেছে কেনো? যাতে পড়ে দিয়ে কামাতে পারে তাই।
জটিল রকমের চিড়িয়া ...
মন্তব্য করতে লগইন করুন