সাংবাদিক নিরপেক্ষ হওয়া কি বাধ্যতামূলক ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩৩:১৯ সন্ধ্যা
সাংবাদিক নিরপেক্ষ হতেই পারেনা। সাংবাদিক নিরপেক্ষ হওয়ার সযোগ নেই। সাংবাদিক যদি নিরপেক্ষ হয় তাহলে মজলুমের পক্ষে কে ?সাংবাদিক যদি নিরপেক্ষ হয় তাহলে জালিমের পক্ষে কে ?
সাংবাদিকের উচিত নিরপেক্ষ নিজেকে প্রমান করা থেকে দুরে থাকা হয়তো মজলুমের পক্ষে নয়তো জালিমের পক্ষে অবস্তান পরিষ্কার করা। শধু সাংবাদিক নয় কোনো মানুষের পক্ষে কোনো বিষয়ে নিরপেক্ষ থাকার সযোগ নেই।
সাংবাদিক যদি নির্যাতিত মানুষের পাশে না দাড়ায় ,তাহলে সে নিশ্চয় জালিমের পক্ষের সংবাদ কর্মী। যদি দেশের পক্ষে না দাড়ায় তাহলে সে নিশ্চয় দেশ বিরোধী সংবাদ কর্মী।
দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের দেশের মজলুম জনগনের পক্ষে অবস্তান নেওয়া সকল সাংবাদিকদের দায়িত্ব।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা মূলত লাভের পক্ষে, এদের কাছে কে জালিম বা আলিম বা মজলুম, সেটা তাদের কোন বিষয় না।
সহমত-
সাংবাদিকরা যদি সত্যিকারের সাংবাদিকতা করতে চায় তাহলে তাদের নিরপেক্ষ হবার কোন
কারণই নেই । তাদের মূল লক্ষ্য হচ্ছে সত্য ঘটনা পরিবেশন করা ।
সত্য ও মিথ্যার মধ্যে নিরপেক্ষ হবার কোন সুযোগ নেই ।
যারা সত্যকে বেছে নেয় তারা হল সাংবাদিক , আর যারা মিথ্যাকে বেছে নেয় / নিরপেক্ষ হবার ভাব ধরে / সত্যকে ম্যানিপুলেশন করে তারা হল সাংঘাতিক ।
মন্তব্য করতে লগইন করুন