Thumbs Down Thumbs Down বিরোধী জোটকে আবার মূলা দেখাচ্ছে কালের কন্ঠ পত্রিকা Thumbs Down Thumbs Down

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২০:৫১ রাত



কালের কন্ঠ আজ একটি ফালতু মার্কা প্রতিবেদন প্রকাশ করেছে যা একটি রাজনৈতিক দলের পক্ষে তাবেদারী ছাড়া কিছু নয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপিসহ প্রায় সব দলের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে আসন্ন উপজেলা নির্বাচনকে জনমত যাচাইয়ের বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিদেশি কূটনীতিকরা।আরো বলা হয়েছে ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ এ নির্বাচনের দিকে তাঁরা বিশেষ দৃষ্টি রাখবেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক এশীয় কূটনীতিক গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, বিভিন্ন মহল থেকে তাঁদের বলা হচ্ছে, একতরফা সংসদীয় নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি। বিএনপি নির্বাচনে অংশ নিলে ফলাফল অন্য রকম হতো বলে এ ক্ষেত্রে যুক্তি দেওয়া হচ্ছে।

আরো বলা হয়েছে কূটনীতিক মনে করেন, বিএনপি যেহেতু আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, তাই সেখানে তাদের কতজন প্রার্থী নির্বাচিত হন, তা থেকেই জনসমর্থনের পাল্লাটা বোঝা যাবে।

আমি দেশের একজন সাধারণ জনগণ মনে করি এই খবরটি আওয়ামীলীগের দালালি ছাড়া কিছু নয় বিরোধী জোটের আন্দোলন থামানোর পায়তারা মাত্র। এই খবর প্রতিবেদনের মাধ্যমে বিরোধী জোটকে আবার মূলা দেখাচ্ছে কালের কন্ঠ পত্রিকা।

বিষয়: বিবিধ

২৬৭৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171785
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৩
চেয়ারম্যান লিখেছেন : ভাই দালালি করেই তো জীবিকা নির্বাহ করছে। জয়কে ১০০ কোটি ঘুষ দিয়ে বসুন্ধরার শাহআলম জেল থেকে বেছে আছে। তাই আম্লিকের পা চাটে কালেরকন্ঠ আর বাংলা নিউজ দিয়ে
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৫
125534
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি ঠিক বলেছেন জনাব ওরা দালালি ছাড়া কি করে বাচতে পারে ?
171801
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩০
তহুরা লিখেছেন :


০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
125776
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
171812
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৪
মোঃফজলুল হক লিখেছেন : কালেরকন্ঠ নয় এটা আওয়ামিকন্ঠ,এই পত্রিকা সর্বদাই আওয়ামিলীগের দালালী করতেছে এই জন্যই ঠিকে আছে|নইলে আমারদেশের মতোই সিলগালার শিকার হতো|
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
125777
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত
171819
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১১
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : কালেরকণ্ঠ নয় , ইট এ খালেরকণ্ঠ!!
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
125778
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি সঠিক বলেছেন
171833
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৩
egypt12 লিখেছেন : একলাখ উপজেলা চেয়্যারম্যানেও কাজ নেই যদিনা সাংসদ না হলে ক্ষমতাও নেই...
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
125779
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,আসলেই তাই
171858
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২১
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
125780
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
171860
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
বিন হারুন লিখেছেন : এসব কাগজ বাবুদের পা ছাটা ছাড়া, নিজ মেরুদণ্ডে সোজা হয়ে দাঁড়াতে পারে না.
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
125781
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি তাদের কাজই হলো দালালি
171881
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
আহমদ মুসা লিখেছেন : এই গোলামগুলো কখন বাংলাদেশের দালালী করতে শিখবে?
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
125783
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওরা এটা করতে যাবে কেন ?
171933
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : তারপরও বলবো- ’দেখা যাক কি হয়’।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
125784
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,তবে আমার মনে হয় কিছুই হবে না
১০
171943
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
হতভাগা লিখেছেন : ঠিকই তো লিখছে ।

৫ ই জানুয়ারী যে ৫-৭% এর বেশী জেনুইন ভোট পড়েনি এটা আওয়ামী লীগও মানে ।

তার মানে এই নয় যে বাকী ৯৩-৯৭% লোক বিএনপি-জামাত করে ।

গত ১ মাসে আওয়ামী লীগের দৃঢ়তা দেখে জনমত যে পরিবর্তিত হতে চলেছে তা বোঝাই যায় ।

এখন, গত জানুয়ারীর ৫-৭% যদি উপজেলায় এসে >৫০% হয়ে যায় এবং তাতে লীগই জেতে - তাহলে ১৯ দলের হিসেবে কি হবে ?
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
125785
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উপজেলা নির্বাচন আর সংসদ নির্বাচন তাহলে কি এক বলে মনে করেন আপনি ?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০২
125985
হতভাগা লিখেছেন : ৫ টা সিটি কর্পোরেশনে জিতে তো আপনাদের পাখা গজিয়েছিল । কেন গজিয়েছিল ?

উপজেলা (স্থানীয়) নির্বাচন আর সংসদ নির্বাচন তাহলে কি এক বলে মনে করেন আপনি ?

জ্বী এক নয় । আবার এটাকে ডিনাইও করা যায় না । কারণ অনার্সে জেতে হলে আপনাকে এস.এস.সি. , এইচ .এস.সি. পাশ করে যেতে হয় ।

পাশ করেও যদি অনার্সে না যান তাহলে শিক্ষাগত যোগ্যতা ঐ এইচ.এস.সি.তেই থেমে থাকবে ।
১১
171961
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
125787
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
১২
172095
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
মোঃফজলুল হক লিখেছেন : প্রথম আলোর পরপরই কালেকন্ঠ,দালালী করার জন্যই তাদের জন্ম হয়েছে|
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
125818
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশের অন্যতম সন্ত্রাস তারাই
১৩
177975
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০১
অজানা পথিক লিখেছেন : বিএনপিসহ প্রায় সব দলের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে আসন্ন উপজেলা নির্বাচনকে জনমত যাচাইয়ের বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিদেশি কূটনীতিকরা Thumbs Up Thumbs Up
১৪
178712
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৩
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৪
131720
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ ভাবি Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File