বিরোধী জোটকে আবার মূলা দেখাচ্ছে কালের কন্ঠ পত্রিকা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২০:৫১ রাত
কালের কন্ঠ আজ একটি ফালতু মার্কা প্রতিবেদন প্রকাশ করেছে যা একটি রাজনৈতিক দলের পক্ষে তাবেদারী ছাড়া কিছু নয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপিসহ প্রায় সব দলের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে আসন্ন উপজেলা নির্বাচনকে জনমত যাচাইয়ের বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিদেশি কূটনীতিকরা।আরো বলা হয়েছে ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ এ নির্বাচনের দিকে তাঁরা বিশেষ দৃষ্টি রাখবেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক এশীয় কূটনীতিক গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, বিভিন্ন মহল থেকে তাঁদের বলা হচ্ছে, একতরফা সংসদীয় নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি। বিএনপি নির্বাচনে অংশ নিলে ফলাফল অন্য রকম হতো বলে এ ক্ষেত্রে যুক্তি দেওয়া হচ্ছে।
আরো বলা হয়েছে কূটনীতিক মনে করেন, বিএনপি যেহেতু আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, তাই সেখানে তাদের কতজন প্রার্থী নির্বাচিত হন, তা থেকেই জনসমর্থনের পাল্লাটা বোঝা যাবে।
আমি দেশের একজন সাধারণ জনগণ মনে করি এই খবরটি আওয়ামীলীগের দালালি ছাড়া কিছু নয় বিরোধী জোটের আন্দোলন থামানোর পায়তারা মাত্র। এই খবর প্রতিবেদনের মাধ্যমে বিরোধী জোটকে আবার মূলা দেখাচ্ছে কালের কন্ঠ পত্রিকা।
বিষয়: বিবিধ
২৬৯৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৫ ই জানুয়ারী যে ৫-৭% এর বেশী জেনুইন ভোট পড়েনি এটা আওয়ামী লীগও মানে ।
তার মানে এই নয় যে বাকী ৯৩-৯৭% লোক বিএনপি-জামাত করে ।
গত ১ মাসে আওয়ামী লীগের দৃঢ়তা দেখে জনমত যে পরিবর্তিত হতে চলেছে তা বোঝাই যায় ।
এখন, গত জানুয়ারীর ৫-৭% যদি উপজেলায় এসে >৫০% হয়ে যায় এবং তাতে লীগই জেতে - তাহলে ১৯ দলের হিসেবে কি হবে ?
উপজেলা (স্থানীয়) নির্বাচন আর সংসদ নির্বাচন তাহলে কি এক বলে মনে করেন আপনি ?
জ্বী এক নয় । আবার এটাকে ডিনাইও করা যায় না । কারণ অনার্সে জেতে হলে আপনাকে এস.এস.সি. , এইচ .এস.সি. পাশ করে যেতে হয় ।
পাশ করেও যদি অনার্সে না যান তাহলে শিক্ষাগত যোগ্যতা ঐ এইচ.এস.সি.তেই থেমে থাকবে ।
মন্তব্য করতে লগইন করুন