তুমি দেখতে কেমন ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৯:৩৮ রাত
এখন ও দেখি নি । কথা বলি নি। চোখে চোখ রেখে নিরবে দাড়িয়ে নিস্তব্দ পরিবেশ সৃষ্টির কথা চিন্তা করিনি । নিরবতায় পাশাপাশি বসে মিষ্টি - দুষ্ট আচরণের সম্মুখীন ও হওয়ার সযোগ আসেনি। তার পর ও কেন জানি তোমার জন্য প্রচুর প্রেম আমার অন্তরে আছে বলে মনে করি। অন্তরের প্রেম কি করে জন্মে সেটা ও ভালো করে জানা হয় নি বুঝা হয় নি। তার পরও বুঝতে পারি নিজে নিজে , জেনে ও নিয়েছি অনেকটা।
আমার মনে প্রশ্ন জাগে , আমি যখন ফজরের নামাজ আদায়ে অলসতা করে ঘুম থেকে উঠতে পারব না , তখন কি তুমি আমায় ধাক্কা মেরে উঠাবে ?আমি যখন কাজের ফাকে বেড়াতে যাওয়ার ইচ্ছে পোষণ করব তুমি কি সাথে যাবে ?আমার মায়ের কাজ কি তুমি করে দেবে ?আমার বাবার যত্ন কি তুমি নেবে ?
কিন্তু কে তুমি ?তুমি দেখতে কেমন ?আমি তোমাকে তুমি বলেছি বলে রাগ করেছ ?রাগ কর না প্লিজ। আমি কি করব তুমি ছাড়া আমার মুখ দিয়ে যে কিছুই আসতেছে না। প্লিজ বলতো দেখি আমার যেমন ইচ্ছে জাগে তোমার ও কি ইচ্ছে জাগে ?
সপ্ন দেখা উচিত সপ্ন ছাড়া কেমন করে বেচে থাকা যায় ?সুষ্ট সংস্কৃতির অগ্রগতির অন্যতম মাধ্যম শালীন সপ্ন।
বিষয়: বিবিধ
২০০১ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ভাইয়া
আমি রঙ্গে কালা
চুলগুলা খাড়া খাড়া
চোখ কালো নিকষ
ভাষা আমার কর্কশ
পেট হাল্কা মোটা
হাত-পা মিলা চার গোটা
লম্বা উচা আমার নাক
দাতের মাঝে নাই তেমন ফাক
গায়ে লোম আছে আমার হালকা
আইলসা আমি ব্যাক কিছুতে কই কাইলকা
হাল্কা আমার ভ্রু তা আবার শোয়ানো
চাপ দাড়ি লগে আছে - মোচ আমার কামানো
হঠাত একটু কেমন জানি ভাবের চোটে উপরের লাইনগুলা আইসা গেলো।
অনেক অনেক ধন্যবাদ
ঠিক আছে আমি শুরু করে দেব দেশে এসেই। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন