বন্ধু আমি আছি তোমার পাশে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ জানুয়ারি, ২০১৪, ০১:৩৬:১৯ রাত
কুশিয়ারা নদী তুমি ছিলে আমার ছোট্ট বেলার খেলার সাথী । কিশোর সময়ের গভীর বন্ধু । আর বর্তমানে আমি তোমার অতিথি বন্ধু , সময় হলে তোমার কাছে যাই আর সময় শেষ হলে উড়াল দিয়ে চলে আসি । তুমি জানো বন্ধু আমি প্রবাসে থাকি। প্রায়ই তোমায় মনে পরে বন্ধু কুশিয়ারা নদী । এই তো গত দু বছর আগে তোমার সাথে দেখা হয়েছিল সে সময় তিন মাস ছিলাম তোমার পাশাপাশি । পাশে থেকেও খুব একটা দেখা হয় নাই কারণ কুশিয়ারা তোমার বুকে আর আগের মত লঞ্চ দিয়ে যাতায়াত হয় না । কারণ এখন সড়ক যোগাযোগ বেশ উন্নত। মানুষ এখন সময়কে অনেক মূল্যায়ন করে , গাড়ি করে গেলে সময় বাঁচে কিন্তু তোমার পথে গেলে যে মজা পায়া যেত তা পাওয়া যায় না । আমিও সময় বাঁচাতে তোমার বুকে দিয়ে নৌকা করে যেতে পারি নি ইচ্হে থাকা সত্তেও । মনে পরে বন্ধু তোমার বুকে আমি কতইনা সাতার কাটতাম আর ডুবের মধ্যে গিয়ে মুখ ভরে ভরে পানি পান করতাম । আশা করি তুমি এসব ভুলোনি । এখন আর তোমার বুকের পানি মানুষ পান করতে চায় না ,কারণ এখন নাকি পানিতে মিষ্টি নেই ।এমনকি নানান রোগ জীবানোর ভয় থাকে । থাকবেই তো তোমাকে মানুষ আগের মতো ভালোবাসে না তাই তোমার বুকে মানুষ নানান আবর্জনা ফেলে।
কিন্তু এতে তোমার কোনো দুষ নেই । দু বছর আগে যখন দেখা হয়েছিল তখন আমি তোমার বুকের একটু পানি পান করেছি তুমি তো তা জানো , হে আমার ও রোগ জীবানোর ভয় আছে তারপরও পান করলাম বন্ধুত্বের ভালোবাসাতে ।
প্রিয় বন্ধু কুশিয়ারা তোমার এখন অনেক বিপদ যদিও তোমার বলার ক্ষমতা নেই।আমি তোমার বন্ধু তাই আমি জানি তোমার বিপদের কথা। তোমার উজানে টিপাইমুখে বাঁধ দিতে চায় ভারত। ভারত বাঁধ দিলে তোমার অনেক সমস্যা হবে আমি জানি তোমার বুকে পানি থাকবে না , তুমি বিলীন হয়ে যাবে , যার ফলে তোমার আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে। তোমার কাছ থেকে আমরা কৃষি কাজের জন্য আর পানি পাব না । যাতায়াতের জন্য আর তোমাকে ব্যাবহার করতে পারবনা। তোমার বুকে আর পলি মাটি থাকবে না যা দ্বারা আমরা কৃষি কাজে অনেক উপকার পেতাম । আমি জানি তুমি মানুষের উপকারে তৃপ্তি পাও । অন্য দিকে তোমার দুপাশের ভাঙ্গন দেখা দিবে যা দ্বারা আমাদের অনেকের ঘর বাড়ি ধংস হয়ে যাবে ।এখনইতো আগের মত পানি নেই আর বাঁধ দিলে কি হবে বলা বাহুল্য । তোমার উজানে বাঁধ দেওয়া থেকে যদি আমরা ভারত কে বিরত না রাখতে পারি তাহলে , এই বাধ টিতে ফাটল হয় কখনো তাহলে আমরা যারা তোমার পারে আছি এবং বৃহত্তর সিলেট বাসী পানিতে তলিয়ে যাব । আমি জানি তুমি তা চাও না । ভাঙ্গনের ফলে এখন ও অনেক ঘর বাড়ি ধংস হচ্হে , আমি অনেক বার অনেক পত্রিকাতে আমাদের এমপি নাহিদ ভাই কে তা জানানোর চেষ্টা করে ও লাভ হয় নি ।বন্ধু তুমি ভয় পাচ্ছ যে তোমার মুখে যাতে বাঁধ না হয় সেই আন্দোলন করে আমরা বুঝি গুম ,খুনের শিকার হব। আমরা তাই বলে এই আন্দোলন থেকে দুরে থাকব ? না না না বন্ধু আমি আছি তোমার সাথে , এই বৃহত্তর সিলেটের দেশ প্রেমিক মানুষ এমনকি সারা বাংলাদেশের ১৬ কোটি দেশ প্রেমিক মানুষ আছে তোমার পাশে । আর যারা এই আন্দোলনে যোগ দেবে না তারা দেশ প্রেমিক নয় , তুমি জানো অনেকে আমাদের এই সমস্যা কে সমস্যা মনে করে না যার ফলে তারা বাঁধের পক্ষে কথা বলে। যারা এই বাঁধের পক্ষে কথা বলে তারা তোমার দুশমন ,সিলেটের সকল স্তরের মানুষের দুশমন ,১৬ কোটি মানুষের দুশমন , তারা ভারতের দালাল ,তাদেরকে দেশ থেকে বিদায়্করা সময়ের দাবি ।মনে রেখো বন্ধু আমি আছি তোমার পাশে ।।
বিষয়: বিবিধ
১৭৮৫ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সো নষ্টালজিক। ইটস দ্য এক্সাক্ট ফিচার অব রিয়েলিটি, ডেফিনেটলি ইউ আর আপলোডেড।
অনেক অনেক শুভ কামনা রইলো, প্রবাসী বন্ধু!
প্রবাসী আব্দুল্লাহ শাহীন
আছ তুমি , থাকবে তুমি , হৃদয়ের আঙ্গিনায় ।
চমৎকার দেশপ্রেম!
ভালো লাগ্লো...
পূন্যভুমি সিলেট,
আধিপত্যবাদীদের
বিরুদ্ধে এক জলন্ত বুলেট।
অনেক ভালো লেগেছে।
সুরমা নদির বাঁকে আমার ঝির্ণ ছনের ঘর
চৌদ্দ পুরুষ চাষার কথায় স্বাক্ষি জনমভর।
মন্তব্য করতে লগইন করুন