ব্লগের তৈরী করা মন্তব্য আমাদের কিসের ইঙ্গিত দেয় ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ জানুয়ারি, ২০১৪, ০৭:৪৫:৪৩ সন্ধ্যা
ভালো লাগলো || ধন্যবাদ || পিলাচ || মাইনাস || অনেক ধন্যবাদ || স্বাগতম ||
উপরের তৈরী করা মন্তব্য আমাদের কে শালীনতার ইঙ্গিত দেয়। ব্লগ কতৃপক্ষ আমাদের কে দেখিয়ে দিয়েছেন পোস্ট পরে কি রকম মন্তব্য করতে হবে। ভালো লাগলে পিলাচ বা ধন্যবাদ দিতে পারেন না লাগলে মাইনাস দিতে পারেন ,নতুন বন্ধুদের বা ব্লগারদের স্বাগতম জানানোর ও সংস্কৃতি শিখিয়ে দিয়েছেন।
আমি ব্যক্তিগত ভাবে শালীন সংস্কৃতির পক্ষে। আমি দেখেছি টুডে ব্লগের সকল ব্লগার শালীনতার পক্ষে। ব্লগের সবাই মন্তব্যে বা জবাবে ,ভাইয়া , বোন ,আপনি শব্দ ব্যাবহার করে থাকেন তার মধ্যে যেমনটা উনাদের শিক্ষা গত মান প্রকাশ পায় তেমনটা উনাদের আচরণের পরিবেশ প্রকাশ পায়।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেননা, পরামর্শ তিনি দেন যিনি আপন মনে করেন।
সুন্দর লিখা।
আপনাকে অনেক ধন্যবাদ।
কেননা, পরামর্শ তিনি দেন যিনি আপন মনে করেন।
সুন্দর লিখা।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি আপনার সাথে নাই!!!!! চুক চুক
তবে নিজের মত করে কুইক কমেন্টও তৈরি করে রাখতে পারে। ;
প্রবাসী আব্দুল্লাহ শাহীন কি পাইছেন আপনি? দাডান আমি আসতেছি-
না হলে খবর আছে, আপনাকে ধন্যবাদ সবাইকে ভালবাসার জন্য, কিন্তু খুব খারাপ লাগছে এই জন্য যে আপনি আমাকে একটু ও ভালবাসেন না, তাই আমার সাখে চ্যাট করেন না।
কোন বিষয়ে নিজের মতামত ব্যক্ত করার যোগ্যতা পরখ করে দেখে না ।
আপনিও স্বউতসাহে করে যাচ্ছেন ।
মন্তব্য করতে লগইন করুন