ভারত আমরা তোমাদের কি ক্ষতি করেছি ?

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ জানুয়ারি, ২০১৪, ০৩:৫২:৫২ দুপুর



আমরা তোমাদের কি ক্ষতি করেছি ?যার কারণে বার বার আমাদের ক্ষতি করে যাচ্ছ। পিলখানায় আমাদের সেনাবাহিনী হত্যা করালে।আমাদের পানির হিস্যা থেকে আমাদের বঞ্চিত করতেছ। দেশের মানুষের ভোটাধিকার কৌশলে তোমাদের দাস হাসিনাসরকার দিয়ে কেড়ে নিলে। এবার আমাদের সপ্নের ক্রিকেট কে ধ্বংস করতে যাচ্ছে কিন্তু কেন ভারত তোমাকে জবাব দিতেই হবে।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167295
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৬
কুয়েত থেকে লিখেছেন : আমাদেরকে পরাধীন থেকে স্বাধীন করেদিয়েছেন, তার প্রতিদান গ্রহন করছেন।বুঝলেনতো...?
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
121278
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হে ভাই হে তাই তো দেখতেছি ।মন্তব্যের জন্য ধন্যবাদ Good Luck Good Luck
167307
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
হলুদ রঙ মেঘ লিখেছেন : আমরা তাদের "পাকা ধানে মই দিয়েছি"
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
121279
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এশিয়া কাপে বাশ দিয়েছি
167312
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৮
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : তিন জমিদারের বিপক্ষেই অবস্থান নিচ্ছে বিসিবি
বিস্তারিত পড়ুন
Click this link
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
121280
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই যেন হয় ,মন্তব্যের জন্য ধন্যবাদ
167314
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
হতভাগা লিখেছেন : পাড়ায় যখন ফুটবল ম্যাচ খেলতেন ছোট বড় সবার সাথে , তখন যখন খুব পিচ্চি একটা ছেলে বড় বড় ভাইদের ডজ দিয়ে ড্রিবলিং করে সবাইকে কাটিয়ে বল নিয়ে যেত - কি করতো বড় ভাইয়েরা ?
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
121281
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা তো এখন পিচ্চি না আমরা ভারতকে বাশ দিতে জানি।
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৯
121287
হতভাগা লিখেছেন : গত এশিয়া কাপে সচীনের সেন্চুরীর সেন্চুরীর ম্যাচে যে বাঁশ দেওয়া হয়েছে তা এখনও আছে । গত দুই বছর ধরে নতুন ওপেনিং দিয়ে কাজ সারতে হচ্ছে ।
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫১
121288
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারত ও বাংলাদেশের ক্রিকেট ইতিহাস |

♦ ভারতঃ

>টেস্ট স্ট্যাটাস - ১৯৩২
>প্রথম টেস্ট জয় - ১৯৫২(২০ বছর পর)
>টেস্টে প্রথম দ্বিশতক - ৩২ বছর পর
>ওয়ানডে স্ট্যাটাস - ১৯৭১
>প্রথম ওয়ানডে জয় - ১৯৭৯ (৮ বছর পর)
>প্রথম ওয়ার্ল্ড কাপ- সবগুলো ম্যাচ গু হারা হেরে প্রথম রাউন্ড
থেকে বিদায়।
>দ্বিতীয়টায় ও একই দশা।
>প্রথম ওয়ার্ল্ড কাপ জয়- ১৯৮৩ (টেস্ট স্ট্যাটাসেরই ৫১ বছর পর ও ওয়ানডে স্ট্যাটাসের ১২ বছর পর)

# টেস্ট স্ট্যাটাস ১৯৩২ সালে পেলেও আরও আগে থেকেই ভারত ক্রিকেট খেলা শুরু
করে। ১৯৫২ সালের আগে একটি টেস্টও ভারত জিততে পারে নি।

# ক্রিকেট পরাশক্তিতে পরিণত হতে ভারতের সময় লেগেছে ৫১ বছর।

# এবার দেখা যাক বাংলাদেশের পরিসংখ্যান।

♦ বাংলাদেশঃ >টেস্ট স্ট্যাটাস - ২০০০
>প্রথম টেস্ট জয় - ২০০৫ (মাত্র ৫ বছর পর)
>টেস্টে প্রথম দ্বিশতক - ১২ বছর পর
>ওয়ানডে স্ট্যাটাস - ১৯৯৭
>প্রথম ওয়ানডে জয় - ১৯৯৮
>প্রথম ওয়ার্ল্ড কাপ - পাকিস্তান এবং স্কটল্যান্ড কে হারিয়েও প্রথম রাউন্ড
থেকে বিদায়।
>দ্বিতীয়টায় ও একই দশা।
>তৃতীয়টায় ভারত কে হারিয়ে সুপার এইট।

# ভারত যদি ১৯৩২ সাল থেকে ক্রিকেট খেলা শুরু
করে থাকে, তবে ২০১৩ সালে এসে ওদের ক্রিকেট খেলার বয়স হচ্ছে ৮১ বছর!

অর্থাৎ আর ১৯ বছর পর খাতা কলমে এক শতাব্দী উদযাপন করবে।

# বাংলাদেশ ক্রিকেটের বয়স খাতা কলমে ২০ বছরও
হয়নি।

৯৭-১৩, এই ১৬ বছরে বাংলাদেশের অর্জন প্রত্যাশার চেয়ে তো বেশিই এবং ভারত
তো দূরে থাক (ওরা তো প্রথম ২০ বছর কোনো ম্যাচই জেতেনি)

# কোনো টেস্ট প্লেয়িং নেশন এত দ্রুত এত অল্প সময়ে এত কিছু অর্জন করতে পারেনি।

তারপরও কোন হ্যাডামের জোরে ভারত মাতার এত চিল্লাচিল্লি?

চোরের মার গলা আসলেই বড়।

# ১৬ বছরে আমাদের এত অর্জন, ৮০ টা বছর আমাদেরকে পেরুতে দাও?
অন্তত ৫০ বছর? আমি লিখে দিতে পারি,বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের রাজদন্ড ছিনিয়ে নিবে।
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
121292
হতভাগা লিখেছেন : Jealous ভাই , jealous
167369
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
আহমদ মুসা লিখেছেন : ক্রিকেট খেলাটাকেই আমার ভাল লাগে না। অন্য দেশ আমাদের কি ধরনের অপমান করলো তা তো পরের কথা।
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
121326
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপমান আমার অন্তরে লেগেছে ভাইয়া
167391
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
শিকারিমন লিখেছেন : আমাদের ক্রিকেট এগিয়ে যাওয়া টাই তাদের ক্ষতির বড় কারণ।
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
121342
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই আসল কথা ,ধন্যবাদ আপনাকে আশা করি সাথে থাকবেন ।
167405
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
প্রিন্সিপাল লিখেছেন : ডাকাতকে যদি বলেন: আমরা তোমাদের কি ক্ষতি করেছি যে, তোমরা আমার সব কিছু কেড়ে নিবে? এর উত্তর ডাকাতের কাছে কিছু একটা আছে। সেই উত্তর দেয়ার জন্য তারা আমাদের উপকারগুলি করে যাচ্ছে।
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
121343
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যে আমি শিখলাম অনেক কিছু ধন্যবাদ জনাব
167459
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
শারমিন হক লিখেছেন : অনেক ক্ষতি করেছ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১০
121397
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবচেয়ে বড় ক্ষতি ওদের কে প্রভু মানতে নারাজ ,ধিক্কার তাদের মানসিকতাকে ।
167484
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
সবুজেরসিড়ি লিখেছেন : ভারত আমাদের ক্রিকেটে আবার নজর দিল, ভারতের হল শকুনের চোখ যেদিকে চোখ ফেলে সেখানই শেষ . . .
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
121434
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। Good Luck
১০
169997
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:১১
অজানা পথিক লিখেছেন : thanks
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৩
123722
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : w/c

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File