ওরা কি মানুষ নয় ?

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:১৩:২৬ রাত

গত ৫ জানুয়ারির নির্বাচনের নামে গণতন্ত্রের কবর রচনার পর থেকে দেশের প্রতিটি প্রান্তে গুপ্ত হত্যার শিকার হচ্ছে দেশের বিরোধী জোটের নেতা কর্মী ও সমর্থকরা বিশেষ করে জামায়াত -শিবির। প্রশাসনের দ্বারা গুম হওয়ার পর দু-একদিন পর খুন হচ্ছে। গ্রেপ্তার হওয়া কর্মীকে ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ায় যা অতি মাত্রায় হায়নার পরিচয় বহন করে। ওরা শিবির বলে ওরা জামায়াত বলে ওদের কি বেচে থাকার অধিকার নেই ?যাদের কে গুম করে খুনের শিকার করা হচ্ছে তারা দেশের মেধামী ছাত্র ,তারা দেশের মানবসম্পদ।

আজ দেশের অবস্তা এমন হয়ে দাড়িয়েছে যারা খুন ,গুম ,ধর্ষণ টেন্ডারবাজি,চুরি করে তাদের কে জামাই আদরে রাখা হচ্ছে সরকারী ভাবে ,অন্য দিকে যারা ইসলামী আন্দোলন করে ,দেশের ছাত্র সমাজকে একটি সুন্দর পরিবেশে উপহার দেওয়ার চেষ্টা করে ,খুন ,গুম ,ধর্ষণ টেন্ডারবাজির বিরদ্ধে কথা বলে তাদের কে সরকারের ইচ্ছায় প্রশাসনের মাধ্যমে খুন করানো হচ্ছে ,আবার কখনো সরকারের সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন করানো হচ্ছে।

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164967
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
হতভাগা লিখেছেন :



দেখে মনে হচ্ছে , দেশ হতে জঙ্গিবাদ নির্মূল করাই হাসিনার এই টার্মের আসল কাজ ।

তা যে ঠিক পথেই এগুচ্ছে তা বোঝাই যাচ্ছে ।

সঠিক সময়ে সঠিক কাজ করতে পারে বলেই আওয়ামী ক্ষমতা ধরে রেখেছে

২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১২
119183
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খুনের পক্ষে গুমের পক্ষে অবস্তান যারা নেই তাদের কে আর যাই বলা হউক মানুষ বলা যায় না।
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২১
119189
হতভাগা লিখেছেন : জঙ্গিবাদের পক্ষে ও স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটাকে আর যাই বলা হোক ইসলাম ও দেশের পক্ষে বলা যায় না ।
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
119193
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপপ্রচার করা যায় ,মিথ্যে রটানো যায় ইমান না থাকলে।
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
119195
হতভাগা লিখেছেন :






কি মনে হয় ? উনার ঈমান কি আপনার আমার চেয়ে কম ?
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
119198
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাসতে ও পারলাম না
164983
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
সিটিজি৪বিডি লিখেছেন : প্রতিদিন কয়েকটা লাশ পড়ছে। আমার মনে হয়ে বাআল ইচ্ছে করেই এই কাজটি করছে।
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৫
119184
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নয়তো কি ? বাংলাদেশ আজ লাশের দেশ হয়েছে।
165005
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৮
হতভাগা লিখেছেন :


তাহলে কাঁদুন




না হলে চুপ করে থাকুন
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৫
119212
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চুপ করে থাকার কথা কে বলে যারা বাকশাল লালন করে তারা ?আজ বাংলাদেশ কাদতেছে ,আজ দেশের মুসলমান কাদতেছে।
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৭
119216
ইক্লিপ্স লিখেছেন : ;Winking ;Winking ;Winking ;Winking
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৮
119217
ইক্লিপ্স লিখেছেন : এই ইমো হবে না। কি দিতে চাই আর কি ইমো আসে! Frustrated Frustrated Frustrated Frustrated
165019
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩০
ইক্লিপ্স লিখেছেন : জানি নাহ! কিছু বলার ভাষা নেই! তবে এতটুকু বুঝতে পারি এখন বন্দুকের জোরে ক্ষমতা পাকাপক্ত হবে!
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
119246
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি শুধু নয় দেশ আজ বাকরুদ্ধ। জালিমের হাতে দেশ বন্দী ।
165028
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪০
প্রিন্সিপাল লিখেছেন : এমন একজন হাজী, কুরআন তেলাওয়াতকারীনি, হেজাব পরিধানকারীনি, নরম অন্তরের অধিকারীনি, দেশ ও জনগনের জন্য যার প্রাণ সারাক্ষণ কাদে, যিনি জনগণের দুঃখ সইতে পারেন না, তার সম্পর্কে আজেবাজে কথা বলা থেকে বিরত থাকার অনুরুধ করলাম।
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
119247
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনি কিন্তু নফল ও পরেন।
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩২
119252
প্রিন্সিপাল লিখেছেন : এমন ভাল মানুষ সমাজে পাওয়া দুষ্কর।
165038
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এ শয়তানি বেঁচে থাকলে আরও অনেক কিছু হবে।
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
119248
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : টিক বলেছেন ,
165092
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৭
ভিশু লিখেছেন : স্বৈরাচার সবসময় নিউটনের থার্ড ল'এর কথা ভুলে যায়!
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৬
119274
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওদের বেলায় আইন কিসের অস্ত্র সব
165122
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : শাহাদাতের সিঁড়ি বেয়ে বিপ্লব আসবেই।
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
119652
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ
169973
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:২০
অজানা পথিক লিখেছেন : সত্যের চুড়ান্ত বিজয় একটি সময় সাপেক্ষ ব্যাপার তবে অবশ্যম্ভাবী
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৩
123714
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File