তোমরা যারা দালাল মিডিয়া হিসেবে পরিচিত
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৮ জানুয়ারি, ২০১৪, ০২:১০:১২ রাত
দেশের অন্যতম অঙ্গ গণমাধ্যম। মুক্ত গণমাধ্যম দেশের গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। যেমনটা সরকারের সমালোচনা করে তেমনটা সহায়তা করে।গণমাধ্যম গণতন্ত্র ও দেশের মজলুম জনগনের পক্ষে অবস্তান নিয়ে যতক্ষণ কাজ করে সেই সময় পর্যন্ত গণমাধ্যম হিসেবে পরিচিতি পায়। কিন্তু এই গণমাধ্যম যখন মজলুমের বিপক্ষে ও জালিমের তাবেদারী করা শুরু করে তখন গণমাধ্যমের নতুন নাম হয় হলুদ গণমাধ্যম বা দালালি মিডিয়া।
আমাদের দেশে বর্তমান সময়ে অধিকাংশ গণমাধ্যম হলুদ গণমাধ্যম। যাদের কাজ দেখে মনে হয় দেশের গণতন্ত্রের বিপক্ষে ,জনগনের বিপক্ষে মজলুমের রক্তের উপর দিয়ে মদ্য পান তাদের পেশা।
অন্য দিকে যেসকল গণমাধ্যম মজলুমের পক্ষে অবস্তান নিচ্ছে গণতন্ত্রের পক্ষে অবস্তান নিচ্ছে জালিম ও গণতন্ত্রের নামে নব্য বাকশালের বিপক্ষে অবস্তান নিচ্ছে তাদের সামনে বিপদ হাজির হচ্ছে ,তারা জুলুমের শিকার হচ্ছে।আর সেই জুলুম করা হচ্ছে গণতন্ত্র হত্যাকারী জালিম সরকার দ্বারা।
গত দু দিন আগে ইনকিলাব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে অন্যায় ভাবে। আমার দেশ পত্রিকা সরকার বিচার ব্যবস্তার কলঙ্ক স্কাইপ কেলেঙ্কারী প্রকাশ করার অপরাদে বন্ধ করে দেয় পাশাপাশি সম্পাদক মাহমুদুর রহমান সাহেব কে গ্রেপ্তার করে নির্যাতন চালাচ্ছে আওয়ামী সরকার। দেশের আলেম উলামদের উপর বর্বর নির্যাতনের ভিডিও প্রকাশ করায় দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেয় আওয়ামী সরকার।
কিন্তু কষ্টের বিষয় কিছু দালাল সম্পাদক ও সাংবাদিক সরকারের গণমাধ্যমের উপর এই নির্যাতনের বিরদ্ধে কোনো কথা বলতেছে না।
কিন্তু তাদের কে মনে রাখতে হবে এই ইনকিলাব পত্রিকা এক সময় সরকারের অন্যায়ের ভাগ নিয়েছিল আজ সরকারের বিপক্ষে যাওয়ায় জুলুমের শিকার হতে হয়েছে।
তোমরা যারা দালাল মিডিয়া হিসেবে পরিচিত , এখন বলার সময় এসেছে তোমাদের ও বিপদ আসতেছে শুধু অপেক্ষা কর।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সুজাতা সিংকে বলছি, বাবরি মসজিদ ভাঙা শিবসেনা আর বিজেপি সন্ত্রাসীরা জামায়াতের চেয়ে খারাপ হওয়ার কারণ, বঙ্গবীরের ভাষায়, ৪২ বছর আগে জামায়াত যা বুঝতে পেরেছিল, আমরা বুঝলাম ৪২ বছর পরে। তিনি বলছেন, জামায়াতের যুদ্ধ ছিল ভারতীয় উপনিবেশের বিরুদ্ধে। -লেখিকা মিনা ফারাহ
১৮ জানুয়ারি নয়া দিগন্ত
Click this link
মন্তব্য করতে লগইন করুন