দাদা দাদী
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ জানুয়ারি, ২০১৪, ০৮:১৫:২২ রাত
দাদা বলে দাদী সুন্দর ,
দাদী বলে আমি না উনি।
আমি বলি সুন্দর আপনারা দুজনই।
দাদী যদি যান কোথায়ও বেড়াতে ,
দাদা ব্যস্ত থাকেন চেচামেচিতে।
আমি বলি গেছেন বুড়ি ,
তোমায় এনে দেব আরো একজন সুন্দরী।
দাদা বলেন এখন আমার সময় নাহি ,
লাগলে আনো তোমার লাগি।
দাদী আসলে ফিরে বাড়ি ,
আমি গলায় জাপটি মেরে ধরি।
দাদা বলেন কষ্ট পাবে বুড়ি ,
আমি বলি আমার দাদী প্রবলেম নাহি।
সত্যি আমার অনেক মায়ার দাদা দাদী।
দাদা দাদীর আদর পেতে গায়ে লেগে থাকি।
দাদা দাদীর দোয়া পেতে যতন করার চেষ্টা করি।
(কবিতা টি লিখেছিলাম দুই বছর আগে তখন দাদা-দাদী জীবিত ছিলেন। আজ দুনিয়ায় আমার দাদা দাদী বেচে নেই ,মহান আল্লাহ যেন উনাদের জান্নাতে আবার মিলন করে দেন সেই দুয়া করি ,আমীন )
বিষয়: বিবিধ
২৫৮২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমীন
মন্তব্য করতে লগইন করুন