এরশাদ সাহেবের অশ্লীল শপথ

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১২ জানুয়ারি, ২০১৪, ০৩:৫৬:০৩ দুপুর

তেতুলের রাজা এরশাদ কাকা। এরশাদ সাহেব তার অব্যাস ছাড়তে পারেনি গত কাল অশ্লীলতার মাধ্যমে আবার প্রমান করেছেন তিনিই এদেশের তেতুল কাকা। এক রুমে এক মহিলা দ্বারা তিনি শপথ গ্রহণ করেছে। এই শপথ তার তেতুলের আকর্ষণের একটি অংশ বলে মনে করতেছেন দেশের আম জনতা। এই শপথ কে অনেকে অশ্লীল শপথ হিসেবে ধরে নিয়েছেন। আর অশ্লীল শপথের মাধ্যমে কি করে উনি সংসদে গ্রহণ যোগ্যতা পাবেন সেটা এখন দেখার বিষয়।

বিষয়: বিবিধ

১৫৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161733
১২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
গেরিলা লিখেছেন : অশ্লীল শপথ Yawn Yawn Yawn
১২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৬
116047
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue
161787
১২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০১
তায়িফ লিখেছেন : আপনাদের যত সমস্যা পল্লী বন্ধুকে নিয়ে, আপনাদের খালেদা আন্দোলনের ডাক দিয়ে ঘরে কেন? নিজামী জেলে কেন? কাদের মূল্লা ফাসির মঞ্চে গেলেন কেন? পল্লীবন্ধু আজ বন্ধী জালিমের কারাগারে। মনোনয়ন প্রত্যাহারের পরেও তিনি এমপি। ইসিকে চিটি দিয়ে জানিয়ে দিয়েছেন লাঙ্গল প্রতীক কাউকে না দিতে। উনার কথা সরকার শুনে নি। উনি আজ বন্ধী সরকার যা বলবে তাই করতে হবে।
১২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
116048
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি যে মন্তব্য করেছেন সেটা ভালো করে পড়েনিন
১২ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৪
116090
তায়িফ লিখেছেন : আপনাকে যদি সিএইচএম নিয়ে সকাল বিকাল আন্ডা থেরাপী দেওয়া হয় আপনি শুধু এমপি না মন্ত্রী হিসাবে শপথ নিবেন।
১৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:২৪
116119
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাহলে এই কথা ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File