এরশাদ সাহেবের অশ্লীল শপথ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১২ জানুয়ারি, ২০১৪, ০৩:৫৬:০৩ দুপুর
তেতুলের রাজা এরশাদ কাকা। এরশাদ সাহেব তার অব্যাস ছাড়তে পারেনি গত কাল অশ্লীলতার মাধ্যমে আবার প্রমান করেছেন তিনিই এদেশের তেতুল কাকা। এক রুমে এক মহিলা দ্বারা তিনি শপথ গ্রহণ করেছে। এই শপথ তার তেতুলের আকর্ষণের একটি অংশ বলে মনে করতেছেন দেশের আম জনতা। এই শপথ কে অনেকে অশ্লীল শপথ হিসেবে ধরে নিয়েছেন। আর অশ্লীল শপথের মাধ্যমে কি করে উনি সংসদে গ্রহণ যোগ্যতা পাবেন সেটা এখন দেখার বিষয়।
বিষয়: বিবিধ
১৫৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন