ঐ লাল সাদা জামা

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৭ জানুয়ারি, ২০১৪, ১২:১০:২৪ রাত



ঐ লাল সাদা জামা

বোন ফেলানির শরীরে ছিল পরা।

ঐ লাল সাদা জামা

কাটাতারে ঝুলিয়ে রেখেছিল বিএসএফের হায়েনারা।

ঐ লাল সাদা জামা

আমাদের অন্তরের যন্ত্রণা।

ঐ লাল সাদা জামা

আমাদের বুবা কান্না।

ঐ লাল সাদা জামা

আমাদের অন্তরের কম্পন।

ঐ লাল সাদা জামা

আমরা মনে রাখব সারা জীবন।

ঐ লাল সাদা জামা

মনে করিয়ে দেয় একাত্তর।

ঐ লাল সাদা জামা

সন্তান হারা পিতা মাতার কান্না।

ঐ লাল সাদা জামা

কখনো শেষ হবে না তার বেদনা।

ঐ লাল সাদা জামা

প্রতিবাদের জন্য তৈরী হওয়ার বার্তা।

ঐ লাল সাদা জামা

বাংলাদেশের লাল সবুজের পতাকার অংশ।

ঐ লাল সাদা জামা

ভারত কর্তিক হাজারো হত্যা ও নির্যাতনের চিহ্ন।

ঐ লাল সাদা জামা

দাবি করে আমরা কারো তাবেদারী চাইনা।

ঐ লাল সাদা জামা

আমরা বৃতা যেতে দেবনা ।।

বিষয়: বিবিধ

১৪৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160124
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর বিষয়টা আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে ব্যঙ্গ করা হলেও আমাদের নতজানু পররাষ্ট্রনীতি এবং ইন্ডিয়ানদের পায়ের কাছে পড়ে থাকার মত কিছু দালাল বাংলাদেশে তৈরি করতে পেরেছে– এক্ষেত্রে ইন্ডিয়ানরা সফল কোন সন্দেহ নেই। তারা খুশী এই জন্যে যে ছাগ শিশুর মত বাংলাদেশ সরকারকে দিয়ে ওরা যা খুশী তাই করতে পারছে। বাংলাদেশের মানুষের মতামতের তোয়াক্কা তারা কখনও করেনি। আমাদের স্বাধীনতার চেতনাধারীরা এসব দেখেও কল্কিতে দম নিচ্ছেন কারন তাদের কাছে পাকিস্তানী পন্য বর্জন এবং যুদ্ধপরাধীদের বিচারই একমাত্র ইস্যু যেন দেশে আর কোন সমস্যা নেই আর ভারতীয় পন্য বর্জন!- প্রশ্নই উঠে না কারন তাতে যে পা চাটার ব্যাপারটা অতৃপ্ত থেকে যায়। বাংলাদেশের মেয়ে ফেলানীকে হত্যা করে কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রাখলো, কোন সভ্য দেশ তার প্রতিবেশীদের সাথে এমন আচরণ করতে পারে? আদালত ও ন্যায্য বিচার করেনি। বাংলাদেশের আদালত আর ইন্ডিয়ার আদালতের আচার আচরন প্রায় একই রকম! একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষাই ওদের কাজ। আইনের ধার আর কে ধারছে এখন পৃথিবীতে! জোর যার মুল্লুক তার-কেবল বিশেষ বিশেষ শব্দের মারপ্যাঁচে সাধারন মানুষকে উল্লু বানানো আরকি!
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
114872
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত
160303
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
114873
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ
161258
১১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:০৩
অজানা পথিক লিখেছেন : দুদিন কেঁদে সবাই ফের ভুলে যায়
সীমান্তে মানবাধিকার কাঁদে হায় হায়
১২ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪১
115834
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File