লজ্জার সাগরে শেখ হাসিনা ও তার দল
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৫ জানুয়ারি, ২০১৪, ০৭:১৯:২৯ সন্ধ্যা
লজ্জা কাকে বলে সেটা যে জানে সে সব সময় লজ্জা পাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করে। আর সেই চেষ্টাই হলো বুদ্ধিমানের কাজ।আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা আজ লজ্জা পেয়েছেন নিজের রাজনৈতিক ও পরিবারের সদস্য সহকারে। এমন লজ্জা পেয়েছেন যার শেষ খুজতে গেলে অনেক হিসেব কষতে হবে। শেখ হাসিনা নিজের মাথা বড় ও নিজের মতামত উত্তম প্রমান করতে গিয়ে দলবল সহকারে লজ্জার সাগরে বাসতে হয়েছে ,তবে উনি নিজে লজ্জার সাগরে সাতার কাটতে পারেন তা জাতি জানে তাই উনার সমস্যা নেই , তবে তার রাজনৈতিক ও পারিবারিক সকল সদস্যরা লজ্জার সাগরে সাতার কাটতে পারবেন বলে মনে হয় না।
প্রহসনের নির্বাচন নির্বাচন খেলা শেষ করেছে আওয়ামী সরকার ।সংবিধানের দুহাই দিয়ে শেখ হাসিনা নিজের জেদ পূরণের উদ্দেশ্যে প্রহসনের এ নির্বাচন সম্পন্ন করেছেন তার হুকুমের গুলাম নির্বাচন কমিশন দিয়ে। দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি - জাময়াতসহ ১৮ দলীয় জোট উক্ত বিতর্কিত নির্বাচনে অংশ নেয় নি । এমণ কি মহাজোটের অংশ জাতীয় পার্টি ও অংশ নেয় নি। নাম মাত্র রাজনৈতিক কয়েকটি দল নিয়ে নির্বাচন নির্বাচন খেলা করেছে আওয়ামী সরকার। যে খেলায় রেফারি নিজে প্রতিপক্ষ ও নিজে।দেশের সুশীলসমাজের সিংহভাগ এই নির্বাচনের বিপক্ষে। বিশ্বের গণতান্ত্রিক প্রায় সকল দেশ এই নির্বাচনের বিপক্ষে শুধু মাত্র ভারত নির্বাচনের নামের এই খেলার পক্ষে ,বাতাসে সুর আছে ভারতের ব্যবস্থাপনায় এই খেলার আয়োজন ।
নির্ধারিত ৩০০ পন্তের মধ্যে ১৫৩ পয়েন্ট মাঠে নামার আগেই পেয়ে যায় আওয়ামীলীগ তারপর ও খেলায় জয়ী হতে পারেনি তারা। দেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার দের নিতে পারেনি ভোটার বিহীন জয়ী ও হতে পারেনি। অনেক ভোটকেন্দ্রে একজন ও ভোটার যায় বোত দিতে এই লজ্জার চেয়ে আর বড় লজ্জা কি হতে পারে ?অনলাইন ওয়েব ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখাগেছে রাজশাহী ও সিলেটের দুটি এবং লালমনিরহাটের ২১ কেন্দ্রে একটি ভোটও পড়েনি।অনেক ভোট কেন্দ্রে বাহিরে ১০-১২ বছরের বালকদের কে লাইনে রাখা হয়েছে ভোট দেওয়ার জন্য।জল ভোট দিয়েছেন অনেকে মনের মত করে। তারপরও সারা দেশে ৮ ভাগ ভোটার ভোট দিয়েছেন বলে মনে হয় না। এই লজ্জার সাগরে সাতার কাটবেন কেমনে আওয়ামীলীগের নেতা কর্মীরা ?
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যাঙের আবার সর্দি...
হাসা কথা কৈছেন ভাইয়া
ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মন্তব্য করতে লগইন করুন