মানবতা আজ ঘরের মেঝে পরে কাঁদে ।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ ডিসেম্বর, ২০১৩, ০৬:১১:৪২ সন্ধ্যা
আমি ছড়ি ছাড়া হাটতে পারিনা ,তাই আমার ছড়িটি নিতে দাউ। হে ,শনিবার ভোর ৪ টায় যখন এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা সেই আন্দোলনের সময় পেটে ও পায়ে গুলিবিদ্ধ হওয়া রিজবী আহমদকে নব্য স্বৈরাচারের পুলিশ মই বেয়ে, গ্রিল কেটে, দরজা ভেঙে গ্রেপ্তারের সময় তিনি এই কথা বলেছিলেন। কিন্তু পুলিশ তার কথা না শুনে থাকে টেনে হিচড়ে নিয়ে যায় আর তার ছড়িটি ঘরের মেঝে পরে থাকে। মানবতাবিরোধী কাজ আর কাকে বলা যায় ?একজন পঙ্গু মানুষের সঙ্গী ছড়ি যখন তার কাছ থেকে দুরে রাখা হয় তখন কি বলা যায় দেশে মানবতা বলতে কিছু আছে ?নাকি সরকার বিরোধীদের মানবতা বলতে কিছু থাকতে নেই ?যে মানুষটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করে পঙ্গুত্ব জীবন যাপন করতে হচ্ছে আজ তার অধিকার টুকু ও স্বৈরাচার সরকার কেড়ে নিয়েছে। এই হলো আমাদের দেশের মানবতা ,তাই বলতে হয় মানবতা আজ ঘরের মেঝে পরে কাঁদে ।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন