Rose Roseআলহামদুলিল্লাহ " টুডে ব্লগে " ১০০ তম পোস্ট পূর্ণ হলো Rose Rose

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৬ নভেম্বর, ২০১৩, ০৭:৫৯:০১ সন্ধ্যা

মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছি , আজ আমি আমার ১০০ তম পোস্ট পূর্ণ করলাম টুডে ব্লগে।আমি মুডুদের কাছে অনেক কৃতজ্ঞ উনারা আমাকে লিখার সযোগ করে দিয়েছেন তাদের ব্লগ সাইটে ,আমি কৃতজ্ঞতা জানাই আমার সম্মানিত টুডে ব্লগের সকল ব্লগার বন্ধুদের যাদের মন্তব্য আমাকে লিখতে সহায়তা করেছে । বিশেষ করে ব্লগার , আধা শিক্ষিত মানুষ , সিটিজি৪বিডি , আবু জারীর , প্রবাসী মজুমদার , প্যারিস থেকে আমি , অজানা পথিক,আবু আশফাক , শারমিন হক , ফাতিমা মারিয়াম , মোহাম্মদ লোকমান , বাকপ্রবাস ,মিদুল ,সান বাংলা ,ব্লগার বাংলার দামাল সন্তান, নজরুল ইসলাম টিপু , হাসান , স্বাধীন ভাষী , প্রিন্সিপাল , মু নূরনবী , মেরাজ , আলমগীর মুহাম্মদ সিরাজ ,আহমদ মুসা ,অবিদুর রহমান ,ইকু ইকবাল সহ অনেক সম্মানিত ব্লগাররা আমার লিখা পড়ে শিক্ষনীয় মন্তব্য করেছেন যার জন্য আমি আবার ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি আমার প্রানের মেলা মিলন মেলাকে ও ধন্যবাদ জানায় তাদের আসরের জন্য এবং আশা করি তারা আবার মেলা নিয়ে ফিরে আসবেন ব্লগে। আমি কি পেলাম ব্লগে লিখে আমি কি শিখলাম ব্লগে লিখে ?সেটা আপনাদের জানানো প্রয়োজন বলে আমি মনে করি। আমি এই ব্লগে লিখে যা পেলাম সেটা বলতে গেলে প্রথমেই বলতে হয় ,একটি পরিবার পেয়েছি যারা এই পরিবারের সদস্য তারা হলেন ব্লগার হে ,আমরা সকল ব্লগার একটি পরিবার। আমি ব্লগে লিখে লিখতে শিখেছি কি করে সাজিয়ে লিখতে হয় আস্তে আস্তে জানতে পারতেছি। আমি এই ব্লগে লিখে যা শিখলাম তা হলো দেশের জন্য নিজ ধর্মের জন্য সমাজ সংস্কৃতির জন্য কলম দিয়েও কিছু করা যায়।তবে যারা পরিসিতিটি মোকাবেলা করে তাদের চেয়ে অনেক নগন্য আমার এই লিখা ,তার পর ও শান্তি মেলে অল্প হলেও এই ভেবে যে আমি কিছু লিখেছি। আমি টুডে ব্লগের মুডুদের কাছে আবেদন রাখব আপনার প্রত্যেক লিখে সম্ভব না হলে ও কিছু কিছু লিখে মন্তব্য করে ব্লগারদের লিখতে সহায়তা করবেন। আমার জন্য সবাই দুয়া করবেন আমি যেন আমার কলম কে ইসলাম ও দেশ প্রেমের অস্ত্রে সাজিয়ে রাখার রাখার ক্ষেত্রে ত্রুটি না হয় ,,আমীন। ধন্যবাদ ( প্রবাসী আব্দুল্লাহ শাহীন )

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File