ইসলাম ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনরত ভাইদের কাছে খোলা চিঠি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ অক্টোবর, ২০১৩, ০৮:৫৯:১৭ রাত
আসসালামু আলাইকুম ,আমি একজন প্রবাসী।দেশে অবস্তান কালে আমি কখনো ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম না। প্রবাসে চলে আসার পর মহান আল্লাহর হুকুমে সঠিক পথের কিছু ভাই পেয়ে গেলাম সাথে পেয়ে গেলাম তাদের শাসন। উনারা আমাকে উপহার দিলেন কিছু বই তাদের দেওয়া উপহার বই ও শাসন এবং আমার প্রচেষ্টায় মহান আল্লাহর হুকুমে ইসলাম,ও দেশ বিদেশের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ভাইদের ভালোবাসতে লাগলাম।বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য ও উদ্দেস্য কে আমার লক্ষ্য ও উদ্দেস্য বানিয়ে নিলাম ,কারন আমি মনে করি তাদের এই উদ্দেস্য ও লক্ষ্য প্রত্যেক মুসলমানের হওয়া চাই।আমার প্রবাস জীবনের ৫ পছর এই পাচ টি বছরে আমার প্রিয় জন্ম ভূমি বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আমার এই ভালোবাসার মানুষ গুলো। তাদের প্রতি এত নির্যাতন করা হয়েছে যা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবেই পাশাপাশি পাকিস্তানের ৬৭ ও বাংলাদেশের ৪২ বছরের ইতিহাসে এরকম কোনো দল কিংবা দলের নেতা কর্মীদের নির্যাতনের নজির নেই। পত্র পত্রিকা ,টেলিভিশন সহ সকল গণমাধ্যমে দেখেছি সেই নির্যাতনের করুন দৃশ্য আর নিজের অন্তরে হয়েছে রক্ত করণ । যখন দেখছি আমার প্রাণ প্রিয় নেতাদের মিথ্যে সাজানো মামলায় ফাসির মঞ্চে টেনে হিচড়ে নেওয়া হচ্ছে বাতিলের সাজানো আইনে।জামায়াত শিবিরের কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে নতুন নতুন পদ্ধতিতে। নেতা -কর্মী দের কে বসবাস করতে দেওয়া হচ্ছে নিজ বাড়িতে ,রাস্তা ঘাটে চলা ফেরা করতে দেওয়া হচ্ছে না ,নিজ ব্যবসা প্রতিষ্টানে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না ,চাকরি করতে দেওয়া হচ্ছে না ,নামাজ পড়ন্ত অবস্তায় টেনে হিচড়ে নিয়ে চোখ উপরে ফেলা হচ্ছে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এখন পর্যন্ত প্রায় ৩০০ এর অধিক নেতা কর্মীকে হত্যা করেছে এই জালিম সরকার সাথে হত্যা করেছে আল্লামা সাইদী প্রেমিক জনতাকে যারা কুরআনের এই বুলবুলিকে ভালোবাসতেন কুরানের জন্য। অনেক মা বোন কে নিজ ঘর থেকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে কারণ স্বামী কিংবা সন্তান ইসলাম ও দেশ রক্ষার আন্দোলনে সামিল বলে। সরকারের এই জুলুম দেখে আমি এক হতবাগা শুধু চোখের পানি ছেড়ে কান্না ছাড়া কিছুই করতে পারলাম না।বর্তমান সরকার রাষ্টের সকল স্তরকে করেছে দলীয় করণ ,দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে বাংলাদেশের সম্যান করেছে নিম্ন গামী ,প্রশাসনকে সাজিয়েছে নিজের করে , বিচার ব্যবস্তা এক রকম ধংস করে দিয়েছে। জালিম সরকার তাদের সাজানো দালাল দের কে মিথ্যে ট্রাইবুনাল বানিয়ে বিশ্ববরেণ্য আলেম উলামা ও দেশের প্রকৃত বুদ্ধিজীবিদের কে হত্যার পায়তারা করতেছে।দেশ প্রেমিক ও ইসলাম প্রেমিক মানুষ দিয়ে জেল পরিপূর্ণ করেছে।দেশে সন্ত্রাসের ত্রাস বানিয়ে রেখেছে সরকার হাজার হাজার মানুষ হত্যা করেছে এই সরকার। এই জুলুম ও গণতন্ত্র বিরোধী অবস্তানের বিরুদ্ধে ,নেতৃবৃন্দের মুক্তি , সহকর্মী দের নির্যাতনের প্রতিবাদ ও দেশের মানুষকে শান্ত পরিবেশ ফিরিয়ে দিতে যখন জামায়াত -শিবিরের আমার প্রিয় ভাইয়েরা আন্দোলন করে যাচ্ছ তখন তোমাদের উপর নেমে আসে কটিন থেকে কটিনতর নির্যাতন। একদিকে প্রশাসন অন্যদিকে সরকারের অস্ত্রদারি গুন্ডাদের মুকাবিলা করতে দেশের লক্ষ্য তরুণ তোমরা জীবন বাজি রেখে আন্দোলন করতেছ ,তোমাদের সাথে যুগ দিয়েছেন লক্ষ্য লক্ষ্য সাধারণ জনগণ ,হাজারো মা ,বোন । ইসলাম ও গনতন্ত্র প্রেমিক জনগনের আন্দোলন এক দিকে, অন্য দিকে জালিমের জুলুম এ যেন এক গৃহ যোদ্ধ। আমরা দূর থেকে শুদু মাজে মধ্যে পত্র পত্রিকা বা ব্লগে কিংবা ফেসবুক ,টুইটারে লিখতেছি কিন্তু রাজপথে অস্ত্রের সামনে দাড়িয়ে তোমরা যারা স্লোগান দিচ্ছ , নিজের জীবন বাজি রেখে আন্দোলন করে যাচ্ছ ইসলাম ,দেশ ও নেতৃবৃন্দের জন্য আমরা তোমাদের স্লোগানের একটি তাকবিরের শব্দের ও যোগ্য নই। ভাইয়েরা মহান আল্লাহ আমায় কবুল করেন নি ইসলামী আন্দোলনের জন্য তবে তোমাদের কবুল করেছেন। তোমাদের জন্য এই সরকারের পুরো সময়ই ছিল হুমকির,ভয়ঙ্কর কিন্তু তোমরা কিছুই ভয় করনি ,আগামী কিছু দিন হয়ত আরো একটু বেশি মাত্রায় নির্যাতন চালানোর চেষ্টা করবে জালিমেরা আমার বিশ্বাস মহান আল্লাহ শয়তানের সকল সরজন্ত্র নিস্ফল করে দেবেন। মনে রেখো তোমাদের এক বিন্দু রক্ত আমরা যারা ইসলামী আন্দোলনের বাহিরে তাদের জীবনের চেয়ে মূল্যবান তাই তোমরা অতি আবেগী না হয়ে দলের শীর্ষ ও স্তানীয় নেতৃবৃন্দের নির্দেশ মুতাবেক হিকমতের সহিত আন্দোলন চালিয়ে যাউ। বিজয় তোমাদের হবেই ইনশাআল্লাহ।মহান আল্লাহ কুরআনে বলেছেন " ওহে (মানুষ), যারা ঈমান এনেছো, তোমরা যদি (দ্বীন প্রতিষ্ঠার কাজে) আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তিনি তোমাদের পা সমূহকে মজবুত রাখবেন” [৪৭-৭] ।
শেষে একটি কথা বলি আজ দেশের একমাত্র বীর তোমরা ইসলামী ছাত্র শিবির।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন