বাংলাদেশে বিডিটুডেকে ব্লক করে সরকার তার আসল চরিত্র আবারো প্রকাশ করেছে।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪৩:৪১ রাত

আমরা জানি আমাদের দেশের সরকার সমালোচনাকে ভয় পায় ,তাদের সমালোচনা কেউ করুক তাদের ভুল কেউ ধরিয়ে দিক তারা তা চায় না। তাই দেশের জনপ্রিয় বিডিটুডে ব্লগ ও ম্যাগাজিন বাংলাদেশে অন্যায়ভাবে ব্লক করে দিয়েছে। মাত্র আট মাসের মাথায় বিডিটুডে ব্লগ ও ম্যাগাজিন বাংলাদেশে জনপ্রিয়তম একটি সাইট হিসেবে পরিনত হয়ে গেছে। সেখানে সকল মতের ব্লগাররা ব্লগিং করে আসছিলেন। বিগত দুই সপ্তাহ থেকে বিভিন্ন বেসরকারী ও সরকারি ইন্টারনেট গেইটওয়ের (IIG) মাধ্যমে বিডিটুডের ডাটা যাতায়াত ধিরে ধিরে বন্ধ করে দেয়া হয়।আর্শ্চের বিষয়, সরকার এ কাজটি করেছে গোপনে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে করার মত সৎ সাহস তাদের নেই। আমি টুডে ব্লগের একজন ব্লগার হিসেবে সরকারের মিডিয়া ও মুক্তচিন্তা দমনের এই মধ্যযুগীয় মানসিকতার তীব্র প্রতিবাদ ও সরকারের এই হীন আচরণকে ধিক্কার জানাই।কি এমন করে ফেলত টুডে ব্লগের ব্লগাররা যার কারণে সরকার কারী করে ব্লগ বন্ধের সিদ্ধান্ত নিতে হলো ?বাংলাদেশে বিডিটুডেকে ব্লক করে সরকার তার আসল চরিত্র আবারো প্রকাশ করেছে। টুডে ব্লগ ব্লক হয়েছে বাংলাদেশে। কিন্তু সারা বিশ্বে তো ব্লক হয়নি। তাই আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি ,আমরা টুডে ব্লগে লিখে যাবো , ইনশা আল্লাহ।

বিষয়: বিবিধ

১৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File