জামায়াতের নিবন্ধণ বাতিল আমি আনন্দিত হয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছি

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ আগস্ট, ২০১৩, ০৭:১৩:৫৬ সন্ধ্যা

আজ দুপুরে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে রায় দিয়েছেন মহামান্য (?) হাইকোর্ট ।রায়ে বলা হয়েছে দেশের সংবিধানের সাথে তাদের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সাংঘর্ষিক

।তার মধ্যে একটি " হলো সকল ক্ষমতার উত্‍স আল্লাহ এবং আল্লাহ ছাড়া অন্য কারো প্রদত্ত বিধান মেনে নেওয়া হবেনা " । গঠনতন্ত্রে যদি মহান আল্লাহকে সকল ক্ষমতার মালিক থাকায় জামায়াত নিষিদ্ধ হয় ।জামায়াতের এই আকিদা শুধু জামায়াতের একার নয় এই আকিদা সকল মুসলমানের এই আকিদা কোরানের ভাস্য অনুযায়ী সকল মানুষের । আর এই আকিদার জন্য যদি জামায়াত কে অবৈধ ঘোষনা করা হয় তাহলে এই দেশের মুসলমানের আকীদাকে ও নিষিদ্ধ করা হলো।

এই রায় দেওয়ার মাধ্যমে আমাদের মহামান্য (?) বিচারপতিরা আল্লাহর হ্মমতা ও সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করলেন।

আর আমি জামায়াতের নিবন্ধণ বাতিল আমি আনন্দিত হয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছি কারন প্রমাণিত হয়েছে যে জামায়াত হলো এই দেশের ইসলামী রাজনৈতিক একমাত্র বিশাল শক্তি অপরদিকে ইসলাম্বিদ্ধেশী দের জন্য আতঙ্ক।

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File