মোরা কাজ করে খাই

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩১ জুলাই, ২০১৩, ০৭:০৭:৩০ সন্ধ্যা

মোরা কাজ করে খাই ,

ভর বেলা ঘুম থেকে উঠে যাই ,

নামাজ আদায় করে কাজে চলে যাই ।

পুরো দিন কাজ করে ,

ক্লান্ত শরীরী নিয়ে ,

রাত্রি বেলা প্রশান্তির ঘুম ঘুমাই ।

মোরা কাজ করে খাই ,

তাথে মোরা তৃপ্তি পাই ,

মোরা কারো কাছে হাত পাতি না ।

মোরা ভিক্ষা নেই না ।

মোরা ঘুস খাই না ।

মোরা অবৈধ সম্পদ চাই না ।

মোরা কাউকে বস মানি না ।

বিষয়: বিবিধ

১৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File