ঘুম ভেঙ্গে গেল এবং ভয়ে আতঙ্কে প্রায় দিশেহারা হয়ে গেলাম
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ জুন, ২০১৩, ০৬:৫৪:৪৬ সন্ধ্যা
রাতের অন্ধকারে যখন তৃপ্তির ঘুমে ছিলাম ,তখন হঠাত একটা বিকট শব্দ কানে বাজলো সাথে সাথে ঘুম ভেঙ্গে গেল এবং ভয়ে আতঙ্কে প্রায় দিশেহারা হয়ে গেলাম । অন্ধকারের মধ্যে এদিক অধিক থাকলাম কিছুই উপলব্দি করতে না পেরে বিছানা ছেড়ে যখন নেমে এসে ঘরের লাইট চালু করলাম তখন আবার শব্দ সেই একই ,এবার দেখি ঘরের দরজা খুলা আমি আশ্চর্য হলাম এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম তখন শব্দ আসলো কান্নার আমার ভয়টা আরো বেড়ে গেল পাশের ঘরের দরজায় নক করলাম তখন আবার শব্দ এলো হাসির আমি এবার কান্না করার প্রয়াস ওদের দরজা খুলা হলো এবার শব্দ আসছে গানের আমি অবাক হলাম আর দেখলাম ওই ঘরের তিন জন ফিলিম দেখতেছে ।
আমার ভুল ছিল আমি আমার ঘরের দরজা বন্ধ করে শুই নি ।
বিষয়: বিবিধ
১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন