আমি বলতে চাই

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৭ মে, ২০১৩, ০৪:৪৫:০১ বিকাল

আমি বলতে চাই

আমি অন্যায়েরপ্রতিবাদ করতে চাই ।

কিন্তু আমার কাদে ,

বন্দুকের নালা ।

রাখল করা ?

আমার কলম কেড়ে নেবে কেন ওরা ?

আমার মুখ বন্ধ করব কেন ?

আমি কি স্বাধীন নয় ?

আমি কি মুক্ত নয় ?

তাহলে কি আমার দেশের স্বাধীনতা ?

শুধু গল্প কাহিনী ?

না ,না , গল্প কাহিনী নয় ,

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ।

আমি কথা বলার অধিকার রাখি ।

আমি হতে চাই প্রতিবাদী অগ্নি ।

আমি ৭১ দেখিনি ,

তাই তখন অস্ত্র হাতে তুলার সুযোগ পাইনি,

কিন্তু এখন প্রতিবাদ করব ।

প্রয়োজনে অস্ত্র হাতে তুলব ।

অন্যায়ের বিরুদ্ধে লড়ব ।

সমৃদ্ধ বাংলাদেশের সপ্ন দেখব ।।

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File