মড়ু ভাইদের প্রতি অনুরুধ

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ মে, ২০১৩, ১২:১০:৪৩ দুপুর

একটি পরিচিত ব্লগ যখন সরকার বন্ধ করে দিল আমরা দল বেধে বা একেক করে সবাই চলে এলাম টুডে ব্লগে আপনারা ও আমাদের কে গ্রহণ করেছেন অতি আদরে ,তাই আপনাদের প্রতি আমাদের আরো একটু বেশি চাওয়া মনে জাগে সেটা হলো আপনারা চাইলে ব্লগারদের সুবিদার্থে ব্লগে চাটের বেবস্তা করে দিতে পারেন যার ফলে এক ব্লগার অন্য ব্লগারের সাথে আলোচনা করতে পারেন ।একে অন্যের সাহায্য নিতে পারেন ,বিভিন্ন বিষয় আছে যে গুলো সাহায্য ছাড়া লিখা যায় না ।তাই মরু ভাইদের প্রতি অনুরুধ আপনারা বিষয়টি দেখবেন ।

আবেদন ক্রমে ব্লগারদের পক্ষে ,,

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File