আম্ভখছি

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ এপ্রিল, ২০১৩, ১১:১৭:০৪ সকাল

সিলেটের সংস্কৃতির একটা অংশ হয়ে দাড়িয়েছে আম্ভখচি বা আমখাটালি ।যা একটি ব্য্যবহুল সংস্কৃতির অন্যতম । সিলেট ছাড়াও বাংলাদেশের প্রায় প্রত্যেক জায়গায়ও আহামরি রোগের মত দেখা দিয়েছে এই আম্ভখছি ।আম্ভখছি বলতে আম ,কাটাল , লিচু ,আনারস ,মুড়ি ইত্যাদি মেয়ের শশুর বাড়িতে দেওয়াকে বুজায় ।জ্যৈষ্ঠ মাসকে আমখাটলির মাস বলা হয় ।আমখাটালি দেওয়া হয় মেয়ের বাপের বাড়ি থেকে মেয়ের শশুর বাড়িতে। যা প্রভাবশালী পরিবারদের জন্য খুভ একটা চিন্তার বিষয় না ।কিনতু জ্যৈষ্ঠ মাস গরিব বাবাদের এক অসহনীয় মাস যা ধনী বাবারা বুজেন না।নতুন বিয়ে হলেতো আর কথাই নেই বিদেশ থেকে টাকা এনে ধুমধাম করে প্রায় ৫০ -৬০ হাজার টাকা খরছ করে মেয়ের সম্মান বাড়ানোর জন্য নাকি এই আম্ভখছি দেওয়া হয় । অতছ এই সংস্কৃতি যে অনেক বাবার জন্য দুঃখের কষ্টের তা কে জানে । গরিব হলেও যদি মেয়ের নতুন শশুর বাড়িতে আম , কাটাল আর কিছু ফলমূল দেওয়াহয় তার পরও ৫-৭ হাজার টাকার প্রোয়জন যা একজন গরিব পরিবারের জন্য কি ধরনের কষ্টের তা সে নিজে ছাড়া কেউ বুজেনা। মেয়ে পুরনো হলে তারপরও ২ - ৩ জাজার টাকার প্রোয়জন । যদিও সে সমাজের কিছু নষ্ট মানুষের মুখ বন্ধ করার জন্য বাধ্য হয়ে মেয়ের বাড়িতে আম্ভখছি দেয়।জানি না সে সারা বছরেও কি ২ হাজার টাকার কাটাল বা আম কিনে খেয়েছে কি ? খাবেই বা কেমনে একজন দিনমজুরের প্রতিদিনের রুজি হলো ২০০ টাকা বা তার চেয়ে কিছু বেশি অতছ একটা কাটালের মুল্য বর্তমানে ১০০ টাকা তাহলে সে কি করে চাল , মাছ সবজি রেখে একটা কাটাল কিনবে ? কেন সংস্কৃতির নামে এই বুজা আমাদের মত সমাজের গায়ে লাগানো থাকবে ? হে এই অপসংস্কৃতি কে দূর করতে হলে শিক্ষিত যুব সমাজ কে এগিয়ে আসতে হবে ।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File