আপনি কি রাজাকার
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ এপ্রিল, ২০১৩, ১১:৫৬:১১ সকাল
গত কাল রাতে আমি যখন খাবার খেতে গেলাম স্তানিয় এক হোটেলে তখন সেখানে বাংলাদেশী ৪ জন ভাই গল্প করে করে চা পান করতেছেন এবং অনেকটা শব্দ করে হাসতেছেন ।তখন আমার একটু খারাপ লাগলো কারণ আমি খাবার খেতে নিরবতা পছন্দ করি আমি তাদের কে বললাম ভাই আপনারা একটু শব্দ কম করে হাসবেন ?আমাকে জবাব দিল ভাই তাহলে আপনি কি রাজাকার ?আমি অবাক হয়ে গেলাম আর একটু মৃধু হেসে বললাম কেন ?জবাবে তাদের মধ্যে একজন ভাই বলেন ভাই আজ দেশে কেউ কারো বিরোধিতা করলে রাজাকার বলা হয় ,তাই আমরা আপনা কে বললাম ।তখন আরো একজন অনেকটা আবেগ কন্ঠে বললেন ভাই আমরা হাসতেছি "মখাগরে লইয়্যা " যারা যুদ্ধের সময় পাকিস্তানের দালাল ছিল বলে বলতেছেন শেখ মুজিবের ডান হাত মাফলারের কাদের সিদ্দিকী (বঙ্গবীর কাদের সিদ্দিকী ) ।আজ সেই মখাগরা কত বড় বড় কথা কয় ।জবাবে আমি ওদের বললাম ভাই হাসবেন না পারলে আসুন এদের বিরোদ্ধে রুখে দাড়াই।জবাবে বিদের মধ্যে একজন বলে অবাক ভঙ্গিতে বলে উঠলেন আমরা প্রবাসে ,আমরা কিভাবে রুখে দারাব ।আমি বললাম দেশে অবস্তানরত মা , বাবা ও স্বজনদের কে উত্সাহ দেন এই মখাদের বিরোদ্ধে রুখে দাড়ানোর।সাথে সাথে উনারা এক অন্যের দিকে থাকিয়ে আমার কাছে এসে বললেন টিক আছে ভাই তাই হবে ...তার পর বেক্তিগত আলোচনা বন্ধুত্ব হলো ।।
বিষয়: বিবিধ
১৬৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন