১৩ দফা দাবি বাস্তবায়ন ও কলম সৈনিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আমিরাতের শারজাহ শহরে বিক্ষুভ সমাবেশ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ এপ্রিল, ২০১৩, ১১:১৪:৩২ সকাল
সংযুক্র আরব আমিরাতের শারজাহ শহরে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্ধুগে স্তানিয় এক হোটেলে অনুষ্টিত হয় বিক্ষুভ সমাবেশ ।হাফেজ মুহাম্মদ হাসানের উপস্তাপনায় হাফেজ ফয়জুল্লাহর সভাপতিত্বে প্রধাণ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন শারজাহ হেফাজতে ইসলামের দায়িত্বশীল জনাব হাফেজ মাওলানা সেলিম ,প্রধাণ অথিতির বক্তব্যে জনাব হা,মাওলানা সেলিম বলেন আজ দেশ দুটি ভাগে বিবক্ত হয়ে গেছে একটি ভাগ হল ইসলামের পক্ষে অন্য ভাগ ইসলামের বিপক্ষে ।তিনি বলেন শাহবাগের কিছু নাস্তিক ও বাম রামদের প্ররোচনায় ৯০ ভাগ মুসলমানের দেশের সরকারও ইসালামের বিপক্ষে দাড়িয়েছে তিনি সরকার কে হুশিয়ারী করে বলেন এখনও সময় আছে ইসলাম বিদ্ধেষী দের সঙ্গ ছেড়ে ৯০ ভাগ মুসলমানের সরকারের রুপান্তরিত হন হেফাজতের ১৩ দাবি মেনে নিন ,নয়তো এদেশে আপনাদের স্তান হবে না ।তিনি আল্লামা শাহ সফি উদ্দিন সাহেবের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি অনুরুধ জানান ।তিনি বলেন দেশের তৌহিদী জনতার পক্ষ নেয়ার ফলে সরকার দেশের আপসহীন কলম সৈনিক মাহমুদুর রহমানকে জেলে নিক্ষেপ করেছে শুধু জেলে নিয়ে কান্ত হয় নি সরকার তার উপর রিমান্ডের নাম নির্যাতন করতেছে ।তিনি মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার দাবি জানান অন্যতায় দেশ বিদেশে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে ।বিশেষ অথিতির বক্তব্যে মুহাম্মদ ফয়জুল্লাহ বলেন হেফাজতে ইসলামের আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয় এই আন্দোলন ইসলাম রক্ষার আন্দোলন ,তিনি বলেন মাহমুদুর রহমান ইসলামের পক্ষে দাড়ানোর ফলে তার ভযে আতঙ্কে ছিল সরকার সেই আতঙ্ক থেকে মুক্তি পাবার জন্য সাহসী কলম সৈনিককে গ্রেপ্তার করেছে অন্যায় ভাবে ।তিনি সরকারের কাছে মাহমুদুর রহামনের মুক্তি এবং আল্লামা শাহ সফি সাহেবের নেতৃত্বে দেশের তৌহিদী জনতার আন্দোলনের ১৩ দফা দাবি বাস্তবায়নে সরকারকে বেবস্তা নেওয়ার দাবি জানান ।উক্ত সভায় আর বক্তব্য রাখেন ,অমর ফারুক ,সাইফু ইসলাম ,মুহাম্মদ আজিজুর রহমান ,সালা উদ্দিন ,হাফেজ ওবাইদুল্লাহ ,হাফেজ রহমত উল্লাহ ,মাওলানা মুস্তাক ,হাফেজ নুর উদ্দিন ,মাওলানা জলিল ,হাফেজ ফয়েজ উল্লাহ ,হাফেজ আজগর হুসাইন প্রমুখ ।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন