ইসলাম বুদ্ধিমানের জীবন-বিধান

লিখেছেন লিখেছেন আবদ আল্লহ ১০ মার্চ, ২০১৩, ০৯:১৪:২৭ রাত

আসসালামু আলাইকুম।

আমারা সবাই এখন ইসলাম নিয়া খুন উত্তেজিত। আসুন ভাই মাথা ঠাণ্ডা করি, শান্ত মস্তিস্কে চিন্তা ভাবনা করি। তাড়াহুড়া করা শয়তানের কাজের লক্ষণ। ইসলাম কখনই আপনাকে উগ্র হতে বলে না। আমাদের ১ম কাজ হল জ্ঞান অর্জন করা। আমরা খুব ঠাণ্ডা ভাবে চিন্তা করলেই দেখতে পাবো আমরা নিজেরাই এ বিষয়ে কতটা অজ্ঞ তা হয়ত আমরা নিজেরাই জানিনা। আমাদের নিজেদের পরিবারেই হয়ত আমাদের ইসলামের বিধান ঠিক-ভাবে মানা হচ্ছে না। চলুন তাঁর একটা টেস্ট করি।

১। সবাই কি পাঁচ ওয়াক্ত সলাত মাসজিদে আদায় করছি (পুরুষেরা)?

২। আমাদের পরিবারের মহিলা সদস্যরা কি বাসায় সালাত আদায় করছি?

৩। সবাই কি রোজা রাখি?

৪। জাকাত কি দিচ্ছি?

৫।আমরা কি সুদী লেনদেনের সাথে জড়িত?

৬। আমরা কি সদা সত্য কথা বলি?

৭। আমরা কি আমাদের নিকট আত্মীয়ের হক আদায় করছি?

৮। আমরা কি প্রতিবেশীর হক আদায় করছি?

৯।আমরা কি পিতা-মাতার প্রতি যথাযথ দায়িত্ব পালন করছি?

আগে এসব করি। তারপর আন্দোলন।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File