সেনাপতিকে মুক্তি দাও বলছি... মিস হাসিনা, অনেক হয়েছে আর না!
লিখেছেন লিখেছেন রণতরী খান ৩১ মার্চ, ২০১৩, ১০:১৭:০৫ রাত
শেখের বেটি, গত চারটি বছর আমরা কম কাঁদিনি। কম সইনি তোমার অত্যাচার। তুমি আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত করে ফেলেছ এ দেহ, কিচ্ছু বলিনি।
কতশত ভাইকে এ চোখে লাশ হতে দেখেছি। তাদের জন্য আপসোসও করিনি। আমার ভাইদের পাইকারি হারে গ্রেফতার করে পুরো দেশটাকে তুমি কারাগার বানিয়েছ। তবু আমরা চুপ ছিলাম। কিন্তু আর না। তুমি এবার কলিজায় ছুড়ি দিয়েছ। মৌচাকে ঢিল ছুড়েছ। জান না এর পরিণতি কত ভয়াবহ, কতটা ভয়ঙ্কর হতে পারে।
দোহাই তোমার মরা বাপের-আমাদের নেতাকে ছেড়ে দাও। আমাদের সিপাহ্সালারকে মুক্তি দিয়ে ক্ষমা চাও। কসম এ স্বাধীন দেশের। বাতাসে বালু উড়বে, হাহাকারের নোনাবালিতে ঢেকে যাবে অনেক কিছু। কিন্তু আমরা আমাদের সেনাপতিকে মুক্ত করা ছাড়া ঘরে ফিরব না।
মনে রখে-দরকার হলে পুরো দেশটা লাশ হয়ে যাবে। তবু আমাদের গার্ডিয়ান মুক্ত হবে। তোমার কারাগারের সাধ্য নেই তাকে আটকে রাখার...
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন