‌নারায়ণগঞ্জে 'গণজাগরণ' শব্দটি হঠাৎ ছিনতাই!

লিখেছেন লিখেছেন রণতরী খান ১৬ মার্চ, ২০১৩, ১০:৪৩:৩৮ রাত

নির্মম আওয়ামী হত্যার শিকার শিশু ত্বকীর বাবার পরিচয় এখন আর "গণ জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক নয়"। এখন তিনি শুধুই ত্বকীর বাবা। তাই তার অভিযোগ-মুক্তিযুদ্ধের ২য় প্রজন্মের অভিযোগ নয়!

দেখেন, আমাদের বর্বর মিডিয়া, ত্বকী হত্যার পর হাজার বার জপেছিল গণজাগরণ মঞ্চের নেতার ছেলে খুন! যুদ্ধাপরাধ বিচারকে বাধাগ্রস্ত করতেই এ খুন করা হয়েছে! তাদের কেউ কেউতো জামায়াত-শিবিরকে খুনের দায়ে ফাঁসিও দিয়ে দিলেন!

আর অথর্ব ভাঙা-চোরা জঘন্যকণ্ঠ পত্রিকা অনুসন্ধানী রিপোর্টের নামে নানা কীর্তি-কাহিনী প্রকাশ করল। ২য় প্রজনন যুদ্ধের অন্যতম শহীদ, হেন তেন বগী-চগী। সাংবাদিকতার হারানো মানটাকে পতিতার পর্যায়ে নিয়ে গেছে এ পত্রিকাটি।

কিন্তু যেই ত্বকীর বাবা ও আওয়ামী নেত্রী আইভি বললেন, ত্বকীকে জামায়াত-শিবির খুন করেনি। খুন করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা শামিম উসমান। অমনি চুপসে গেল আমাদের মিডিয়া।

এবার দেখা গেল তারা সমস্বরে বলছে-ত্বকীর বাবার অভিযোগ। গণজাগরণ মঞ্চের সংগঠন শব্দটি কেউ উল্লেখ করছে না!

কিন্তু ওরা লুকানোর চেষ্টা করলে কি হবে। দেশের মানুষের যা জানা দরকার তারা ঠিকই তা জেনে ফেলেছে। এই সাংঘাতিকের দলের জন্য শুধু লজ্জ্বা। ওদের মিথ্যাচার-জাতি হিসেবে হিসেবে পুরো বিশ্বে আমাদের মাথা ছোট করছে।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File