শেখ মুজিব-হাসিনা, পার্থক্য (৭২-৭৫) ও (২০০৯-১৩)

লিখেছেন লিখেছেন রণতরী খান ০৫ মার্চ, ২০১৩, ০৮:৫৪:৩১ রাত

৭২ সাল, হত্যার পর স্বাধীন বাংলাদেশের অবিসংবাদী নেতা শেখ মুজিবুর রহমান সংসদে দাড়িয়ে বললেন-কোথায় সিরাজ শিকদার। আর কথা বলে না? সেদিন বিপ্লবী তরুণ সিরাজের জন্য কেউ চোখের পানির ফেলার সাহস করেনি।

এরপর রক্ষিবাহিনী, লাল বাহিনী লাখের মতো মানুষকে হত্যা করে।

৭৫ সাল, পাল্টে যায় দৃশ্যপট। এক মেজর রেডিউতে ঘোষণা দেয় কোথায় শেখ মুজিব। আজ কেন বলে না-আমি বঙ্গবন্ধু। হেরে শেখ মুজিব-আর কথা বলে না।

২০১৩ সাল-নির্মম গণহত্যার শিকার শত মানুষ। তারপর সরকার সংসদে দাঁড়িয়ে বলে। ওদের ধরে ধরে দমন করা হবে।

২০০৯ এর পর্ব শুরু আরেক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে। এরপর চলতে থাকে গুম, খুন।

শ্যামল বাংলা আজ রক্তে লাল। প্রতিদিন রক্ত ঝরছে মানুষের। শাসক হাসিনা সেই রক্তের উপর দাড়িয়ে ঘোষণা দিলেন আরও লাশের।

২০১৩........................

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File