মাগো এ যুদ্ধে জিততেই হবে...

লিখেছেন লিখেছেন রণতরী খান ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫২:১৮ রাত

তোর মনে আছে মা খুব ছোটবেলায় তোর আঁচলের তলে মাথা রেখে খুনসুঁটি করতাম। তখন ভেবেছিলাম এই বুঝি জীবন, এটাই সভ্যতা।

কিন্তু তোর আঁচল ছেড়ে বাইরে এসে জানলাম, এটা কোন জীবন না। সভত্যার সঙ্গা শিখে কিছু সভ্য মানুষের সাথে পথচলা শুরু করলাম ।

চলতে গিয়ে বুঝলাম, এ পথ কন্টকাকীর্ণ। কাটা বিছানো। এ জীবন বিপন্ন। তুই, আমাকে নিয়ে স্বপ্ন দেখতি আমি ডাক্তার হবো। কিন্তু হলাম আল্লার পথে এক নগন্য খাদেম। প্রথম প্রথম খুব মন খারাপ করতি। একটা সময় তুই আমাকে দেখে মুগ্ধ হয়ে আপসোস করা বন্ধ করলি। তবে একটা ভয় তোর মধ্যে ছিল- কবে না জানি আমি রাস্তায় লাশ হয়ে পড়ে থাকি।

ও মা, আমি তোকে আশ্বস্ত করতাম, তোর ছেলে দাঙা-হাঙামায় যাবে না। কিন্তু বিশ্বাস কর মা, যে মানুষটিকে আদর্শ মেনে এ জীবনে বড় হয়েছি। আজ সে মানুষটির গলায় ফাঁসির দড়ি পড়ানোর সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমার জন্মভূমি থেকে প্রিয় ইসলমাকে বিদায় করার সব আয়োজন সম্পন্ন করেছে। তু্ই-ই বল মা, এরপরও কি বসে থাকতে পারি।

মারে, আমি আজ তোর কাছে দোয়া চেয়ে আল্লাহর পথে যুদ্ধে চলে গেলাম। হয়তো লাশ হবো। কিন্তু তোর কোলে সে লাশ ফিরবে কি না জানি না, জানি না আমার জানাজা

পড়ানো হবে কি না। তবু মা বসে থাকার সময় শেষ। এখন যুদ্ধের সময়। সে যুদ্ধে তোর ছেলে মরে গেলে

কাঁদবি না। এক ছেলেকে হারিয়ে কত-শত ছেলে পাবি মা। তুই মনে রাখিস, তোর ছেলেরা মরে না।

মারে দোয়া করিস, তোর ছেলের রক্তের বিনিময়ে যেন এ ভূমিতে উর্বর হয় ইসলাম ও ইসলামি আন্দোলনের ভীত। তাহলে তুই এ রক্তের উপর ভর করেই চলে যাবি জান্নাতে।

মা-ছেলের খুনসুটি হবে আল্লাহর তৈরি সুমহান বাগানে।

আজ মা তাই পন করেছি শহীদ হব/ তুই আমারে দোয়া করে দে। মাগো আমি শহীদ হব/আমার

ভাইটি গাজী হবে। তুই আমাদের দোয়া করে দে।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File