(বাংলাদেশ-বনাম পাকিস্তান তুলনামূলক আলোচনা) কেন পাকিস্তান রাষ্ট্রটি ধ্বংশ করা যাবে না?

লিখেছেন লিখেছেন রণতরী খান ০৭ জুন, ২০১৩, ১২:০৬:১৫ রাত

ভয়ঙ্কর তালেবানী সন্ত্রাস, জাতিগত দ্বন্ধ, ধর্মীয় সংঘাত, বেলুচ বিদ্রোহ, দুর্নীতি, বহির্বিশ্বের হামলা, রাজনৈতিক ব্যর্থতা সহ হাজারো সমস্যায় জর্জরিত পাকিস্তান। তবু একটি সার্বভৌম দেশ হিসেবে তারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অথচ এসব সমস্যা না থাকলেও দেশ হিসেবে বাংলাদেশের অবস্থা পদলেহী পোষা শীষ্যের মতো!

কিভাবে পাকিস্তান এখনো টিকে আছে? কেন সমূলে ধ্বংশ করা যায়নি যুদ্ধ বিধ্বস্ত এ দেশটিকে! 'র', 'মোসাদ' 'সিআইএ' কেন এক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বার বার।

তীব্র আন্তর্জাতিক ষড়যন্ত্র সত্বেও পাকিস্তানের এ স্বনির্ভরতার পেছনে প্রধানত ৫টি কারণ ব্যাখা করেছেন বিশ্লেষকরা ।

১.পাকিস্তানের জাতির পিতা

২.পাকিস্তানের জাতীয় সঙ্গীত

৩.পাকিস্তানের জাতীয় কবি (আল্লামা ইকবাল)

৪.পাকিস্তানের পরমানু প্রকল্প (আব্দুল কাদির খান)

৫.পাকিস্তানের ক্রিকেট

এই বিষয়গুলোতে পাকিস্তানীদের মধ্যে কোন বিবেধ নেই । ওরা সবাই এসব পয়েন্টে এক। তাই নানা ষরযন্ত্র সত্বেও পাকিস্তান নামক রাষ্ট্রটিকে ব্যর্থ করে দেয়া যায়নি। দেশটি একটি আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার পরই অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে ।

এবার তাকান বাংলাদেশের দিকে । কে আমাদের জাতির পিতা? কি আমাদের পরিচয়? এই প্রশ্নের কোন সম্মিলিত উত্তর আছে কি? আর আমাদের তাথৈবচ জাতীয় সঙ্গীতের ভিত্তি কি?

একজন জাতীয় কবি আছেন, তার চেয়ে বেশি আপমানিত ব্যক্তিটি এ দেশে দ্বিতীয়টি দেখান? পরমানু প্রকল্প তথা একজন কাদের খান কি বাংলাদেশের আছে ?

কিক্রেটের প্রশ্নে পুরো দেশ একসময় এক ছিল । কিন্তু আজ এখানেও চিড় ধরিয়েছে 'র' ।

এছাড়া ও পাকিস্তানের জাতীয়তা, পাকিস্তানের সেনাবাহিনী, কাশ্মীরের অখণ্ডতা প্রশ্নে একই অবস্থানে সমগ্র পাকিস্তান । এমন নানা বিষয়ে তারা দল মত নির্বিশেষে এক হতে পারে। আর আমরা!

তাই চাইলেও এমন একটি রাষ্ট্রকে ধ্বংশ করা যাবে না ।

এবার বলেনতো পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের অবস্থানটা কেমন !!! আমাদের পরিচয় আসলে কি? আল্লাহ না করুক এ সরকার আর পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারলে হয়তো আমরা বাধ্য হবো, জাতি হিসেবে নিজেদের ভারতীয় পরিচয় দিতে!

সৌজন্যে - কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)

বিষয়: বিবিধ

১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File