জিয়া প্রসঙ্গে মওদুদ কি লিখল, বিচারক আর মিডিয়া করলটা কি!
লিখেছেন লিখেছেন রণতরী খান ২৩ মে, ২০১৩, ১১:৫৫:০০ রাত
ব্যারিস্টার মওদুদ জাসদ নেতা কর্নেল তাহেরের বিচার নিয়ে তার একটি বইয়ে লিখেছে '-....."When it came to the sentencing of Taher, the repatriated officers wanted him hanged- out of 46 senior army officers summoned by Zia to discuss the issue, all were in favour of this ultimate and final form of punishment.'
আমাদের মহাপণ্ডিত বিচারক মানিক সাহেব মওদুদের এ লেখাটিকে উদ্ধৃত করে রায়ের বলেছে- '১৯৭৬ সালের ১৭ জুলাই তথাকথিত ট্রাইব্যুনালের রায়ের আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল তাহেরকে নিশ্চিহ্ন করতে মনস্থির করেন। পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করতে এ সিদ্ধান্ত নেয়া হয়'। মানিক রায়ে বলেন 'মওদুদ আহমদ জেনারেল জিয়াউর রহমানের মুখ থেকে কথাগুলো শুনেছেন বলে তার বইয়ে দাবি করেছেন। তাই তাকে অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না।’
আর আমাদের অতীব শিক্ষিত মিডিয়া সংসদে পাগলা খেতাব প্রাপ্ত মানিকের রায়কে উদ্ধৃত করে লিখেছে 'আদালত রায়ে লিখেছে 'জিয়া ঠাণ্ডা মাথার খুনি' । দেখেন সাংবাদিকদের কারিশমা। মানিক কিন্তু রায়ে জিয়াকে ঠাণ্ডা মাথার খুনি বলেননি। তিনি নাকি শুনানির সময় এ কথা বলেছিলেন। (মানিকের বেফাস মুখ এমন বহু মন্তব্যই বিচারকের আসনে বসে করেছে। যা পুরো দেশের জন্যই লজ্জ্বাকর।) কিন্তু মিডিয়া মনের মাধুরি মিশিয়ে লিখে দিয়েছে! যৌণকণ্ঠ আর ইততে-ফাক তো লিড নিউজই করেছে। ধূর্ত মওদুদ তার বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেও মিডিয়া মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়নের স্বার্থে লিখেই যাচ্ছে ।
অথচ মওদুদের ইংরেজি অনুবাদটা দাঁড়ায় এরকম - ‘কর্নেল তাহেরকে সাজা দেয়ার প্রশ্নে পাকিস্তান প্রত্যাগত অফিসাররা সব সময় তার মৃত্যুদণ্ড চেয়েছে। এ ব্যাপারে জিয়া ৪৬ জন সিনিয়র অফিসারের সঙ্গে আলোচনা করেন। সকলে একবাক্যে তাহেরের জন্য চূড়ান্ত শাস্তির পক্ষে মতামত দেন।’
তিলকে কি করে মিডিয়া মহাবিশ্ব বানায় বুঝেন এবার।
কথা হচ্ছে, সাংবাদিকরা ইংরেজি বেশি বোঝে তাই ভুল করতেই পারে। তারা দলীয় এটাও সবাই জানে। তাই নখদন্তহীন মিডিয়া পাগলা কিসিমের উদ্ভট মহাভারত লিখলে কারো কিছু আসে যায় না। মানুষও মিডিয়ার এসব সংবাদ বিশ্বাস করে না ।
কিন্তু একজন বিচারক কি করে এতটা নগ্ন হোন! মানিকতো সংবিধান রক্ষায় শপথ নিয়েছেন। এরপর এভাবে দলীয় কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন অবিসংবাদী নেতাকে নিয়ে তার টানা হেচরা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
শুধু এটাই নয় মানিক বার বার বিচারপতির রুলস ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের প্রকাশ্য সভায় পর্যন্ত যোগ দিয়েছেন এ পাগলা। শুধু দলীয় কারণে বহু বিতর্কিত রায় দিয়েছেন এ বিচারপতি।
মানিক ও খাইরুল হুক (তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলকারী বিচারপতি) বিচার বিভাগের যে ক্ষতি করে দিয়ে গেছেন তার জন্য তাদের অদূর ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে ইনশাআল্লাহ।
বিচারক ও মিডিয়ার চরম আওয়ামীপনার কারণে সংবাদ সম্মেলন করে এসবের প্রতিবাদ করতে বাধ্য হোন চরম সুবিধাবাদী রাজনীতিক মওদুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন 'আমার বইয়ের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। আমার বইয়ে এ জাতীয় কোনো বক্তব্য নেই। আমার বইয়ের উদ্ধৃতি দিয়ে মিডিয়া ভুলভাবে সংবাদ প্রকাশ করেছে। তাই আমাকে এখন ব্যাখা দিতে হচ্ছে। 'তিনি বলেন 'আমার বইয়ের কোথাও বলা হয়নি যে, ওই বিচারের ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করতে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার জন্য মনস্থির করেছিলেন।'
ভুলে যাবেন না ' জিয়ার আমলে (মান নিয়ে প্রশ্ন উঠতে পারে) বিচারের মাধ্যমেই তাহেরের ফাঁসি হয়েছিল। কিন্তু মুজিবের আমলে সিরাজ শিকদারসহ লাখ লাখ মানুষকে নির্বাচারে হত্যা করা হয়েছিল। আর হাসিনার এই সরকারের আমলে বিনা বিচারে কত হাজার মানুষ খুন হয়েছে তার হিসাব রেখেছেন কেউ?
সূত্র - http://www.amardeshonline.com/pages/details/2013/05/23/201249
https://www.facebook.com/bdcbf?ref=ts&fref=ts
http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMjNfMTNfMV8xXzFfNDI4Nzg%3D
বিষয়: বিবিধ
১৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন