গাছের প্রাণ হত্যায় কানা মিজানের গভীর শোক

লিখেছেন লিখেছেন রণতরী খান ১৮ মে, ২০১৩, ০৭:৪৮:২২ সন্ধ্যা

দৈনিক উটপাখি, মরুভূমি থেকে: আঁচল কবি ও সার্কাস বিশেষজ্ঞ মিজানুর রহমান সম্প্রতিক সময়ে দেশে গাছের ব্যাপক হারে প্রাণ হত্যার ঘটনায় মর্সিয়া শোক প্রকাশ করেছেন। প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর গতকাল প্রকাশ্য দিবালোকে এসে তিনি এ মন্তব্য করেন। গণহারে গাছের নিহতের খবরে মূর্ছা গিয়া এ অভিনেতা ক্রন্দন করে বলেন, কোনভাবেই গাছ হত্যা গ্রহণযোগ্য হতে পারে না । এভাবে গাছ কেটে ফেলা হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম কোথায় বসে প্রেম করবে। তিনি পাঁচ মে পুলিশের নমনীয়তায় হেফাজত কর্মীরা গাছ কাটার সুযোগ পেয়েছে মন্তব্য করে, পুলিশের গুলিতে এত কম সংখ্যক হেফাজত কর্মী খুন হওয়ায় উষ্মা প্রকাশ করেন।

জাতীয় মানবাধিকার কমিশনের এ ট্যারা চেয়ারম্যান বলেন, ঐ হেফাজত কর্মীরা মারা না গেলে ও গণহারে গাছেরা প্রাণ হারান। যা আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে। অথচ যেসব হেফাজত কর্মী গাছের উপর হামলা করেছে তাদের মেরে ফেলা গেলেই গাছ কাটার এ ঘটনা ঘটত না । সন্ত্রাসীসের মারতে সরকারের এমন নমনীয়তায় আমরা ব্যথীত।

আমরা আশা করব, সরকার প্রকৃতির সজীবতা নষ্টের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটের দায়ে জঙ্গী হেফাজত কর্মীদের জীবনোত্তর ও মরণোত্তর বিচার করবে। তিনি গাছের প্রাণ রক্ষায় মুক্তিযুদ্ধীয় সরকার ও আগাছা সুশীল সমাজকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

লেখক - রণতরী খান

from this page

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File