মানুষ খুনের কৌশল পাল্টালো নাকি!
লিখেছেন লিখেছেন রণতরী খান ১৫ মে, ২০১৩, ০৯:১০:৪৯ রাত
এখন দেখি মানুষ খুনের নতুন স্টাইল চালু হয়েছে। কাউকে গুম করে এক সপ্তাহ রাখার পর গভীর রাতে গুলি করে মারা হচ্ছে। আগে গুমের পর স্বজনদের ঐ হতভাগ্যের লাশ ফেরত দেয়া হতো না । এখন লাশ দেয়া হচ্ছে তবে এর আগে সন্ত্রাসী বানানো হচ্ছে নির্মম মৃত্যুর শিকার ব্যক্তিটিকে!
বাংলাদেশের মিডিয়া শুধু দলীয় কারণে এসব হত্যাযজ্ঞকে নগ্নভাবে বৈধতা দেয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। কিন্তু একজনের মৃত্যুতে যে মায়ের বুক খালি হয়েছে তাকে কি দিয়ে বুঝ দেবে মিডিয়া। স্বজনের মৃত্যুর শোক ও সন্ত্রাসবাদের মিথ্যা অপবাদ নিয়ে সমাজে হয়রাণির শিকার ঐ পরিবারটি কি একদিনও ঘুরে দাঁড়াবে না? জোতা ছুড়ে দেবে না পিশাচ এসব ভণ্ড সাংবাদিকদের গালে। আমাদের বিশ্বাস, সেই পরিবার থেকেই একদিন তৈরি হবে অসংখ্য যোদ্ধা সাংবাদিক। যারা লেখনির মাধ্যমে শোধ নিবে আজকের বাংলাদেশে চলা অসভ্য ও অপসাংবাদিকতার।
Community Bloggers Forum - CBF
এ সরকার বিরোধী নেতা ইলিয়াস আলীকে গুমের পর আর ফেরত দেয়নি। মহাজোটের আমলে কয়েকশ বিরোধী নেতাকর্মীকে গুম করা হয়। যাদের লাশ আর ফিরে পায়নি তাদের পরিবার। আমরা এসব হত্যাযজ্ঞের প্রতিবাদ করছি। সাথে সাথে নিন্দা জানাচ্ছি আওয়ামী মিডিয়ার দাসসুলভ ভূমিকার।
সরকারকে আহ্বান জানাচ্ছি - নতুন স্টাইলে শুরু হওয়া এ গুম খুন বন্ধ করতে। একটি দেশের নাগরিককে হত্যাকারী সরকার কখনো সে দেশের মসনদে বসে থাকতে পারে না।
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন