হোটেল কস্তুরি, শহীদ মুজাহিদ ও অভাগা আমি...

লিখেছেন লিখেছেন রণতরী খান ২৭ এপ্রিল, ২০১৩, ০৭:৩১:৪৬ সন্ধ্যা

'আকাশের দিকে তাকিয়ে দেখি বৃষ্টির মতো ইটের টুকরা পড়ছে। বাম হাতে ইটের টুকরা ঠেকাই আর ডান হাতে পাল্টা আঘাত করি।' সশস্ত্র কয়েক হাজার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ১০৭জন নিরস্ত্র মানুষ যুদ্ধ করছি!

সে সময় নিখাদ ছাত্র ছিলাম। বয়স ছিল কম তাই সাহস ছিল অসীম। সারাটা শরীর আঘাতে আঘাতে জর্জরিত হলেও পিছু হটিনি। ঐ দিন মরতে মরতে কেন বেঁচে গেলাম আজও বিস্ময় নিয়ে ভাবি।

দুপুরের অনেক পর সম্ভবত কস্তুরির সামনে মুজাহিদ ভাইয়ের শাহাদাত বরণের খবর পাই। কস্তুরির গলিতে সকালে আমিও ছিলাম। বিকেলে কিশোরকণ্ঠ অফিসের গলিতে অবস্থান নেই।

(জয়েন উইথ আস-Click this link)

২৮ অক্টোবরের স্মৃতিগুলো এক সময় আগুন হয়ে জ্বলতো। দীর্ঘদিন সেসব আর নাড়া দেয় না। আজ হঠাত করে মগবাজার থেকে পল্টন আসি একটা কাজে। কস্তুরির সামনে থামে রিকশা। আমি চিন্ময় হয়ে তাকিয়ে থাকি কস্তুরির দিকে। কস্তুরি আমাকে চিনতে পেরেছে কি না কে জানে! মুজাহিদকেতো তার ভুলবার কথা নয়?

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File