কাগজে লেখা বিদেশী। মন্ত্রী কয় দেশী। মানুষ কয় ক্যাঙ্গারু কোর্ট? স্বাধের যুদ্ধাপরাধ বিচার...

লিখেছেন লিখেছেন রণতরী খান ১৩ এপ্রিল, ২০১৩, ১০:২৪:২৮ রাত

হায় হায় এসব হচ্ছ কি??? আমরা দেখলাম আমাদের ভারতীয় সক্কার বীর দর্পে হোমরা চোমরা যুদ্ধাপরাধী নাম দিয়া কতিপয় নিরীহ মানবের বিচার শুরু করেছে। তারা বিচারালয়ের নাম দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ইহাতে কাহার বিচার করা হচ্ছে এ

নিয়া কতদিন বাগযুদ্ধ চললো সক্কারের হাম্বি-তুম্বিদের মধ্যে। আমরা পুতুলে মতো সব দেখলাম।

আমাদের বোঝানো হলো এই কোর্ট আন্তর্জাতিক সব রীতি নিতি মানিয়া চলিতেছে। ভাল কতা, খুশির কতা। সক্কার কইল আমরা কান খাড়া কইরা শুনলাম!!! ইহা নিয়া কত

ব্যঙ্গ যুদ্ধ। একজন কয় ইহার নাম হইল ট্যাঙ। আঈনশৃঙ্খলা রক্ষাকারী মগা ভাইয়ে কয় না এই আদালতের নাম হইল ব্যাঙ। টাকু মিয়া কইল না গ্যাঙর গ্যাঙ। এখন দেখী ট্যাকনোক্রেট মন্ত্রী (যার এমপি হওয়ার যোগ্যতা নাই-শফিক মিয়া) নতুন করে দিয়েছে ভেটকি। ভাদা-ভাইলা

মাছে মতো ফাঁন্দে পইরা বেচারা বললো। ইহা হইলো গিয়া একটা দেশী ট্রাইব্যুনাল। যেখানে যুদ্ধাপরাধীদের সহযোগিতা করার দায়ে দালালদের বিচার চলতেছে। আর যারা যুদ্ধে মূল অপরাধ করেছে তারা জামাই আদরে আছে!!!

ইহার বাইরের নামটা বিদেশী। তয় বেতরটা গোয়াল ঘরের মতো দেশী।

আওয়ামী বুদ্ধি প্রতিবন্ধীদের যুদ্ধতো সারাদিন চলছেই। চারুকলায় গাঁজা খাইয়া, সাকুরাঁয় লাল পানি গলাধকরণ করিয়া তাহারা প্রগতিশীলের দল নিয়মিত চালাইতেছেন। কয়দিন শাহাবাগে আমরা বান্দর নাচনও দেখলাম। ফ্রি খিচুরির সাপ্লাই বন্ধ হইয়া যাওয়ায় এহন দেহি সব কয়টায় চুপ।

মাজার ব্যাপার হইলো আমাগো ট্রেকনোক্র্যাট মন্ত্রী এক সময়ের এতিম বাম ভাদা এখন চাপে আছেন। তাই সত্য বাতাচ্ছেন। তিনি সাংবাদিকদের কইছেন ‌‍'ইহা একটি

দেশী ট্রাইব্যুনাল তাই বিদেশী আইনজীবী আনার সুযোগ নাই। ইতা কিতা কইলেন মন্ত্রী সাব। এটার নামতো আইসিটি। আন্তর্জাতিক, বিদেশী। এখনদি হেতে কয় এটা নাকি দেশী। মুখের কথারতো ঠিক নাই। এক মুখে কত কতা কয়রে ভাই।

আসুন আমরা এ ট্রাইব্যুনাল বর্জন করি।

আমার পরামর্শ- ইহা দেশীয় ট্রাইব্যুনাল হইলে ইহার গতর থেকে আন্তর্জাতিক শব্দটা বাদ দিলে হয়। দিয়া সব পরিস্কার করেন। কি কন ভাই ও বোনেরা...

বিচারের নামে আর কত তামশা দেখমু বলেন। কার বিচার হচ্ছে মানবতাবিরোধীদের? নাকি যুদ্ধাপরাধীদের?

ছাত্রলীগের বিচার হবে কবে!

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File