পাল্টে দেবার ফালতু স্বপ্ন নিয়ে.....

লিখেছেন লিখেছেন সব্যসাচীর কলম ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৫:০৯ রাত

"অস্থির হোস না বাবা, দেখিস, সব ঠিক হয়ে যাবে.." প্রতিদিনের আতঙ্কিত আর আশঙ্কিত চলাফেরায় যখন খুব অস্থির হয়ে মাকে ফোন দেই.. তখন এটি হলো নিয়মিত সান্তনার বাণী।

লেখালেখির অভ্যেসটা খুব স্বল্প গণ্ডিতে.. মনের ভাবনাগুলো ডায়রীতে লিখি, কখনও ফেসবুক বেছে নেই.. কিন্তু দেশের এই অপ্রত্যাশিত জাতীয় বিভাজনের ক্রান্তিকালে তরুণ সমাজ যখন নিজেদের মত আর মতদ্বৈততার তীব্র প্রকাশ নিয়ে পাল্টে দেবার স্বপ্নে বিভোর তখন আর সঙ্গী না হয়ে পারলাম না। আপনাদের জগতে নতুন অতিথি হয়ে আসলাম। আশা করি নিরাশ করবেন না......

মত প্রকাশের কিছু বিপদ আছে জানি। মতের সাথে দ্বিমত হলেই মতান্তর.. আর তারপর ভয়ানক মন্তব্য... তবে মন্তব্যের যৌক্তিক উপস্হাপন আর যৌক্তক খণ্ডণ এখন সময়ের দাবী.. কারণ যুক্তি ভুল ধারণার অপনোদন করে জাতীয় ঐক্য গড়ে তোলে আর তর্ক শুধু বিভেদ আর শত্রুতা তৈরী করে।

আপনাদের এই জগতে আশা করি যুক্তই অগ্রগণ্য, তর্ক নয়.....।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File