রাজাকারপুত্র বলে কি?

লিখেছেন লিখেছেন আল মাসুদ ১৮ অক্টোবর, ২০১৪, ১১:০৩:০১ রাত

(ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। গ্রাম-বাংলার প্রচলিত জনপ্রিয় একটি প্রবাদ। আজ রাজাকারপুত্র, শেখ হাসিনার বেহাই, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কথা শুনে প্রবাদটির যথার্থতা উপলব্ধি করলাম। কারো নন্যুতম লজ্জা থাকলে নিজে একই দোষে দুষ্ট হয়ে এই কথা বলতে পারে না। তার কেবিনেটের আইনমন্ত্রী আজ কি বলেছেন তা ভালভাবে জেনে কথা বলা উচিত। এখনই সাবধান হোন, একমাঘে কিন্তু শীত যায় না। চিরচরিত এই প্রবাদটা যত মনে রাখবেন ততই আখেওর মঙ্গল দিবে।লেখক)

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ মিনারে পিয়াস করিমের লাশ নেওয়ার অর্থ হলো দেউলিয়াপনা। বাঙালি জাতির সেই দেউলিয়াপনার অবস্থা এখনো হয়নি।

আজ শনিবার দুপুরে ফরিদপুরে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পিয়াস করিমের নাম আগে আমরা শুনিনি। পরে জানলাম, তিনি নাকি বিএনপির নেতা এবং মধ্যরাতে টক শো করে বেড়ান। মধ্যরাতে পুলিশ ও চোর ছাড়া কেউ জেগে থাকে না। রাত ১২টার পর যাঁদের বুদ্ধি খোলে, তাঁরা হয় চোরের দোসর, না হয় পুলিশের দোসর।’ তিনি বলেন, ‘যে শহীদ মিনারে কয়েক দিন আগে আমরা ভাষাসৈনিক মতিনকে শ্রদ্ধা জানিয়েছি, সেখানে পিয়াস করিমকে নেওয়ার অর্থ হলো দেউলিয়াপনা। কিন্তু বাঙালি জাতির সেই দেউলিয়াপনার অবস্থা এখনো হয়নি।’

সংবাদের সুত্রঃ http://www.bdmonitor.net/newsdetail/detail/200/94910

আইনমন্ত্রীর ভাষ্যঃ http://www.bdmonitor.net/newsdetail/detail/31/94901

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275801
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:১৫
দিশারি লিখেছেন : আরে ভাই বুঝলেন না?
এদের চোখে ভাল মানুষই হয় চোর আর যারা চুরি করে তারা হয় বেসম্ভব রকমের ভালা মানুষ। Don't Tell Anyone
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৪
219757
আল মাসুদ লিখেছেন : ঠিক বলেছেন।
275806
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পিয়াস করিমের নাম আগে আমরা শুনিনি।


বিশেষ পরিবারের কীর্তন শোনা ছাড়া অন্য সবকিছুর জন্য ওদের সিস্টেম অচল!!

১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৪
219758
আল মাসুদ লিখেছেন : পুরা ভুয়া, মিথ্যাবাদী সে।
275824
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৮
আফরা লিখেছেন : চোরের মার বড় গলা বলেও একটা প্রবাদ আছে.....।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৫
219759
আল মাসুদ লিখেছেন : জ্বি, চোরের মার বড় গলা।
275853
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৮
কাহাফ লিখেছেন :
বয়রার বাচ্চা বয়রা না শুনলেই কি একজন ডঃপিয়াস করিমের প্রয়োজনীয়তা-তার শক্তিমত্বা কমে যাবে.......?
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৫
219760
আল মাসুদ লিখেছেন : তা যাবে না কিন্তু এত মিথ্যা মানুষ বলে কেমনে?
275862
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০৫
বুড়া মিয়া লিখেছেন : শহীদ মিনারে লাশ কেনো নিবে এটাই তো বুঝি না!

হিন্দুর লাশ চিতায় যায়, মুসলিমের জানাযায়! শহীদ মিনারে কারটা যাবে?

আমার মতে লাশ ঐখানে গেলেই তো বরং অস্তিত্ববিহীন দেউলিয়া ...
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৭
220064
আল মাসুদ লিখেছেন : ওখানে যায় সেকুলারদের লাশ। ওদেরতো যাওয়ার যায়গা নেই বুড়া মিয়া।
276164
১৯ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৩
ফেরারী মন লিখেছেন : রাজাকারদেরই তো আজ দিন। তবে সত্য সবসময়ের জন্য আড়াল করে রাখা যায় না।
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৫
220330
আল মাসুদ লিখেছেন : তারা খুব দক্ষতার সাথে সত্য লুকাতে পারে।
276208
২০ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৮
শেখের পোলা লিখেছেন : এরা আওয়ামী কূপে স্নান করে এসছে, শরীরে আর রাজাকরের গন্ধ নেই৷
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৫
220331
আল মাসুদ লিখেছেন : ওই কূপের পানি পবিত্র।
276534
২১ অক্টোবর ২০১৪ রাত ১২:৪১
লজিকাল ভাইছা লিখেছেন : হায়!! চেতনার ফিল্টার তুমি আর কত রঙ্গ দেখাইবা ! আর ও কত রঙ্গ দেখার বাকী ।
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২১
220595
আল মাসুদ লিখেছেন : সবেতো শুরু। আরো দেখার বাকী আছে।
282006
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
শারমিন হক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File