রাজাকারপুত্র বলে কি?
লিখেছেন লিখেছেন আল মাসুদ ১৮ অক্টোবর, ২০১৪, ১১:০৩:০১ রাত
(ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। গ্রাম-বাংলার প্রচলিত জনপ্রিয় একটি প্রবাদ। আজ রাজাকারপুত্র, শেখ হাসিনার বেহাই, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কথা শুনে প্রবাদটির যথার্থতা উপলব্ধি করলাম। কারো নন্যুতম লজ্জা থাকলে নিজে একই দোষে দুষ্ট হয়ে এই কথা বলতে পারে না। তার কেবিনেটের আইনমন্ত্রী আজ কি বলেছেন তা ভালভাবে জেনে কথা বলা উচিত। এখনই সাবধান হোন, একমাঘে কিন্তু শীত যায় না। চিরচরিত এই প্রবাদটা যত মনে রাখবেন ততই আখেওর মঙ্গল দিবে।লেখক)
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ মিনারে পিয়াস করিমের লাশ নেওয়ার অর্থ হলো দেউলিয়াপনা। বাঙালি জাতির সেই দেউলিয়াপনার অবস্থা এখনো হয়নি।
আজ শনিবার দুপুরে ফরিদপুরে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পিয়াস করিমের নাম আগে আমরা শুনিনি। পরে জানলাম, তিনি নাকি বিএনপির নেতা এবং মধ্যরাতে টক শো করে বেড়ান। মধ্যরাতে পুলিশ ও চোর ছাড়া কেউ জেগে থাকে না। রাত ১২টার পর যাঁদের বুদ্ধি খোলে, তাঁরা হয় চোরের দোসর, না হয় পুলিশের দোসর।’ তিনি বলেন, ‘যে শহীদ মিনারে কয়েক দিন আগে আমরা ভাষাসৈনিক মতিনকে শ্রদ্ধা জানিয়েছি, সেখানে পিয়াস করিমকে নেওয়ার অর্থ হলো দেউলিয়াপনা। কিন্তু বাঙালি জাতির সেই দেউলিয়াপনার অবস্থা এখনো হয়নি।’
সংবাদের সুত্রঃ http://www.bdmonitor.net/newsdetail/detail/200/94910
আইনমন্ত্রীর ভাষ্যঃ http://www.bdmonitor.net/newsdetail/detail/31/94901
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদের চোখে ভাল মানুষই হয় চোর আর যারা চুরি করে তারা হয় বেসম্ভব রকমের ভালা মানুষ।
পিয়াস করিমের নাম আগে আমরা শুনিনি।
বিশেষ পরিবারের কীর্তন শোনা ছাড়া অন্য সবকিছুর জন্য ওদের সিস্টেম অচল!!
বয়রার বাচ্চা বয়রা না শুনলেই কি একজন ডঃপিয়াস করিমের প্রয়োজনীয়তা-তার শক্তিমত্বা কমে যাবে.......?
হিন্দুর লাশ চিতায় যায়, মুসলিমের জানাযায়! শহীদ মিনারে কারটা যাবে?
আমার মতে লাশ ঐখানে গেলেই তো বরং অস্তিত্ববিহীন দেউলিয়া ...
মন্তব্য করতে লগইন করুন