বুদ্ধিখানকিদের তালিকাও চাই!!!

লিখেছেন লিখেছেন আল মাসুদ ১৭ অক্টোবর, ২০১৪, ০৪:২৩:৪৯ বিকাল

(খানকি শব্দটি ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি)

ছোটবেলা থেকে বেশ্যা বলতে যারা টাকার বিনিময়ে নিজেদের সম্ভ্রম বিক্রি করত তাদেরকে বুঝি। তবে সচরাচর চরিত্রহীনা মহিলাদের ক্ষেত্রে শব্দটির ব্যবহার বেশি। এটার লিঙ্গ চিন্তা কোনদিন মনে আসেনি। তবে আজ “ ৯ জনকে ‘বুদ্ধিবেশ্যা’ ঘোষণা করল সরকার সর্মথকরা” শিরেনামের সংবাদ দেখে চিন্তাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে চিন্তাটা আপাতত বাংলার পন্ডিতরাই করুক।

মুল বিষয় হলো- আজ সকাল নয়টা থেকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রাণের ৭১, অনলাইনে বঙ্গবন্ধু আদর্শেও বন্ধুরা, বঙ্গবন্ধু সৈনিক প্লাটুন, সিটি গ্যাং, গণজাগরণ মঞ্চের একাংশ, স্লোগান ৭১, ওমুক্তিযুদ্ধ প্রজন্ম সংগঠনসমূহের শতাধিক কর্মী শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে। কর্মসূচীতে 'রাজাকার ও রাজাকারের দোসরদের কোন ধরনের সম্মান প্রদর্শন চলবে না’ বলে জানানো হয়। তারা পিয়াস করিম স্যারের লাশ শহীদ মিনাওর আনার উদ্যোগের প্রতিবাদ জানায়। এ সময় সাংবাদিক মাহফুজ উল্লাহ, ড. আসিফ নজরুল, আমেনা মহসীন, দিলারা চৌধুরী, ড. তুহিন মালিক, ফরহাদ মাজহার, গোলাম মোর্তোজা, নূরুল কবির, মতিউর রহমান চেীধুরী প্রমুখকে মিথ্যাবাদী ও স্বাধীনতাবিরোধী বুদ্ধিবেশ্যা হিসেবে ঘোষণা করে ও তাদের নামে অরুচিকর ব্যানার প্রদর্শন করে প্রতিহতের ঘোষনা দেয়। ।

তালিকায় ২ জন মহিলা ও ৭ জন পুরুষের নাম আছে যাদেরকে বুদ্ধিবেশ্যা (আমি তা মনে করি না।) বলা হয়েছে। অথচ তাদের অধিকাংশই তাদের মত একই রকম চিন্তা-চেতনা ধারণ করত। বিবেকের তাড়নায় কেউ কেউ সত্য কথা বলায় এখন বেশ্যা হয়ে গেছে। অনেক প্রাণীকে দেখা যায় কোন খাবার না পাইলে স্বজাতির দুর্বলের উপর হামলে পড়ে। প্রগতিশীলদের আজকের কান্ড ঐসমস্ত প্রাণীদের সাথে তুলনা করা চলে। এতদিন জামায়াত-শিবির ও জাতীয়তাবাদের চৌদ্দগোষ্টী উদ্ধার করে সামনে কিছু না পেয়ে নিজেদের জাত ভাইয়ের উপর দাঁত বসিয়েছে। যাইহোক, আমাদের দিকে বেশ্যা শব্দটার চেয়ে খানকি শব্দটি একটু বেশি খারাপ অর্থে ব্যবহৃত হয়। দেশে যে আরো শত শত বুদ্ধিখানকি (বুদ্ধিবেশ্যার সাথে) আছে তাদের তালিকাও আমরা দেখতে চাই। সংগঠনগুলোর কাছে আকুল আবেদন, আপনারা বুদ্ধিখানকিদের তালিকা দিয়ে জনগনের কাছে তাদের মুখোশ উম্মোচন করবেন, তা নাহলে এমন সময় আসবে যখন বুদ্ধিখানকিরাও বেআব্রু হয়ে যাবে।



পূর্ববর্তী লেখা: http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/3729/almasud/55175

বিষয়: বিবিধ

১৫৯৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275275
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩০
নূর আল আমিন লিখেছেন : যথার্থ বলেছেন ওরা বুদ্ধিমাগি
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৭
219208
আল মাসুদ লিখেছেন : যথার্থ ।
275305
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৩
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
219248
আল মাসুদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
275324
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
ফেরারী মন লিখেছেন : দেশ আজ দুইভাগে বিভক্ত। তবে নোংরা সংস্কৃতিটাই বেশী লক্ষ্যণীয়
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪১
219448
আল মাসুদ লিখেছেন : আরো বাড়বে বলে মনে হচ্ছে।
275326
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
শেখের পোলা লিখেছেন : রাত গভীর হতে থাকলে প্রভাত এগিয়ে আসে৷ ওকে আরও গভীর হতে দিন৷
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪২
219449
আল মাসুদ লিখেছেন : রাত পোহাবার কত দেরী, পান্জেরী?
275328
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওদের আচরন ই প্রমান করে সেই জিনিসটা আসলে তারাই!
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৩
219450
আল মাসুদ লিখেছেন : কথায় বলে, 'মনের ভিতর যা, ফাল দে ওঠে তা'।
275481
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২১
কাহাফ লিখেছেন :
ব্যক্তির কথা-বার্তা,আচরণ-ব্যবহার স্বীয় পরিচয় প্রকাশে যথেষ্ঠ।
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৩
219451
আল মাসুদ লিখেছেন : জ্বি, ব্যবহারে বংশের পরিচয়।
275703
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:০২
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৮
219682
আল মাসুদ লিখেছেন : বুড়া মিয়ারতো ভাল লাগবে। তা কেমন আছেন আপনি?
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৭
219756
বুড়া মিয়া লিখেছেন : এখন পর্যন্ত অন্যান্য অনেকের চাইতে অনেক ভালো আছি।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৮
219761
আল মাসুদ লিখেছেন : অন্যদের চেয়ে ভাল আছেন মানে? পুলিশের তাড়া নেই আপাতত? এইতো। নাকি অণ্য কিছূ?
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৮
219766
বুড়া মিয়া লিখেছেন : পুলিশ সারাজীবনই আশে পাশে ছিলো, এখনও আছে! আগে গার্ড দিতো একটু দূরে থেকে অবস্থানগত কারণে, এখন একদম তাদের একটার মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে গার্ড দিচ্ছেঃ যাতে ধ্বংস করা যায় যে কোনভাবে যতো তাড়াতাড়ি সম্ভব!

মনে হয় ওরা ব্যর্থ হবে আমাকে ধ্বংসে এবং ওদের মেয়েই ধ্বংস হয়ে যাবে! দোয়া রাখবেন আমার জন্য।
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৪
220062
আল মাসুদ লিখেছেন : হায় হায় বলেন কি? ওদের মেযে ধ্বংশ হবে কেন? তাকে রক্ষা করবেন বলেইতো ঘরে আনছেন।
276051
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৫
220063
আল মাসুদ লিখেছেন : ধন্যবাদ ভাই। আপনার জন্যও ওদায়া করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File