আবার এসেছি ফিরে...........
লিখেছেন লিখেছেন আল মাসুদ ১৮ এপ্রিল, ২০১৪, ০৫:১৯:১৫ বিকাল
দীর্ঘদিন যাবত সব ধরনের ব্লগ বা পত্রিকায় লেখালেখি ছেড়ে দিয়েছি। সোনার বাংলাদেশ ব্লগে লিখতাম, বন্ধ হবার পর থেকে আর তেমন লিখি না। এর জন্য নিজের ব্যস্ততাও কম দায়ী নয় তবে আলসেমিই মুল কারণ। এর মধ্যে নিজের একাডেমিক কিছু কাজ হয়েছে বটে কিন্তু তাতেও সন্তুষ্ট না।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করার পরই আব্বার মৃত্যুবরণ (১৬ই জুন, ২০১৩), অভিভাবকহীন হয়ে যাওয়া, তাঁর মৃত্যুর ৯দিন পূর্বে (৭ই জুন, ২০১৩) নতুন জীবনে পদার্পন, এর পরপরই মালয়েশিয়ায় চলে আসাসহ বিভিন্ন ব্যস্ততা আমাকে তেমন অবসর না দিলেও ইচ্ছে করলে লিখতে পারতাম। গতকাল থেকে মনে হলো আবার লেখালেখি শুরু করা দরকার। সেই ভাবনা থেকে মাঠে নামার আগে একটু ওয়ার্ম-আপ করে নিলাম। যেকোন সময় জরুরী ভিত্তিতে দেশে যাওয়া লাগতে পারে, সে কারণে কয়েকদিন দেরিও হতে পারে। সবার কাছে দোয়া চাই।
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমারও আপনার মাতো অবস্থা হয়েছিল। মাত্র ক’দিন হলো ব্লগে সক্রিয় হলাম।
চলুন আমরা আবাও শুরু করি।
ব্লগে আসুন এবং আপনার ভাবনা সবার সাথে শেয়ার করুন।
আপনার জন্য বোনাস হাতুড়ি রইলো
মন্তব্য করতে লগইন করুন