ছারপোকার যন্ত্রণায় ঘুমাতে পারি না, কেউ কিছু বলবেন.........
লিখেছেন লিখেছেন আল মাসুদ ০৩ মে, ২০১৩, ০৯:২৯:৪১ সকাল
আমার একটা সুখ্যাতি ছিল যে ঘুমালে জগতের কোন খোঁজ রাখতাম না। হলে থাকতে একবার ভূমিকম্পে রুমমেটরা সবাই দৌড়ে নিচে গেলেও আমি নির্বিঘ্নে ঘুমিয়ে ছিলাম। শুনেছিলাম মহসীন হলের ছাদ থেকে অনেকে লাফ দিয়ে পা ভেঙ্গেছিল। বুঝতে পারছেন আমার ঘুমের গভীরতা। নতুন মেসে উঠার পরে আমার বেড মেটের (আব্দর রব ওরফে মুরুব্বী) সারা রাত ঘুম না হলেও আমি ঘুমের রাজ্যে ঘুরে বেড়াতাম। ও ধাক্কা দিয়ে আমাকে তুলতে পারতো না। সারা রাত ও ছারপোকা মারতো। আর আমার রক্ত খেয়ে লাইন দিয়ে চলে যাওয়া ছারপোকা গলো ওর হাতের চাপে পিষ্ট হয়ে অক্কা পেত। আমাকে বোকাও দিত। আর গভীর ঘুমের মাযেজা হলো আমি আগে প্রচুর কাজ করতাম। সারা দিন ঢাকা শহরে টো টো কোম্পানীর ম্যানেজারী করতাম। যার কারণে একবার ঘুমালে সকাল ফজরের নামাজে ঊঠতাম। আর ঘুমাতাম না।
কিন্তু কিছুদিন ধরে যে প্রাণীকে ছোট বলে তুচ্ছ করতাম তার অত্যাচারে আমি কাহিল। রাত ২-৩ টার দিকে উঠে শত শত ছারপোকা মেরে ওদের প্রতিহত করতে পারছি না। ইদানিং বাসায় বেশি থাকার ফলে ঘুমটার আগের সেই গভীরতা খুঁজে পাইনা। মনে হয় আমাদের দেশের বিজ্ঞানী, ডাক্তাররা করেটা কি? এই ক্ষুদ্র প্রাণীর সাথে পেরে ওঠে না। কোন ঔষধও তৈরি করতে পারিনি। আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের এটা নিয়ে গবেষণার অনুরোধ করছি। আর আপাতত যারা ব্লগে আছেন তাদের ছারপোকা নিধণের পরামর্শ চাচ্ছি। আশা করি অত্যাচারিত এই ভাইয়ের আকুতি বুঝে ব্যবস্থাপত্র দিবেন।
আপনারা যারা
বিষয়: বিবিধ
১৭৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন