জনপ্রিয় দুটি চ্যানেল বন্ধ করায় সৌদিআরবে জেদ্দাস্থ বাংলাদেশী সাংবাদিকদের প্রতিবাদ সভা

লিখেছেন লিখেছেন অন্যায়ের প্রতিবাদি কন্ঠ ০৮ মে, ২০১৩, ০৭:২৩:১৩ সন্ধ্যা

সৌদিআরবের জেদ্দায় স্থানীয় সিজন রেস্টুরেন্টে বিশিষ্ট সাংবাদিক দিগন্ত ও ইসলামিক টিভির প্রতিনিধি শামীম আহমেদর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চ্যানেল আইএর জেদ্দা প্রতিনিধি রুমি সাইদ, বাংলাভিশনের সোহেল রানা, এনটিভির মাসুদ সেলিম, আর টিভির মেহেদি হাসান, এটিএন বাংলার সাজিদুল ইসলাম, ও চ্যানেল আইর মক্কা প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। বক্তারা বলেন বাংলাদেশ ও প্রবাসীদেও প্রিয় চ্যানেল দুটি হটাৎ করে বন্ধ করায় বাংলাদেশী জনগন হবাক হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে মিডিয়ার উপর এ রকম নগ্ন হস্তক্ষেপ কোন ভাবেই মেনে নেয়া যায় না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রবাসী সাংবাদিকরা। অবিলম্বে চ্যানেল দুটি পুনরায় সম্প্রচারে নিয়ে আসার জন্য সরকারের নিকট জোর দাবী জানানঃ ।একই সাথে আমার দেশ পত্রিকার ছাপা খানা খুলে দিয়ে সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন।

একই সাথে সৌদিআরব প্রবাসীদের জীবন মরণ সমস্যা একামা ট্রান্সপার এর ব্যবস্তা করতে ও দাবী জানান। ৪ বছর ধরে আশ্বাসের বানী শুনতে শুনতে বিরক্ত বোধ করছেন প্রবাসীরা। এখন বাস্তবে সমস্যার সমাধান চায় সৌদি প্রবাসী বাংলাদেশীরা।

বিষয়: বিবিধ

১৭২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File