জনপ্রিয় গন মাধ্যমের দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করায় সৌদিআরবে জেদ্দাস্থ বাংলাদেশী সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
লিখেছেন লিখেছেন অন্যায়ের প্রতিবাদি কন্ঠ ০৭ মে, ২০১৩, ০৬:০৫:১৬ সন্ধ্যা
সৌদিআরবের জেদ্দায় স্থানীয় সিজন রেস্টুরেন্টে বিশিষ্ট সাংবাদিক দিগন্ত ও ইসলামিক টিভির প্রতিনিধি শামীম আহমেদর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চ্যানেল আইএর জেদ্দা প্রতিনিধি রুমি সাইদ, বাংলাভিশনের সোহেল রানা, এনটিভির মাসুদ সেলিম, আর টিভির মেহেদি হাসান, এটিএন বাংলার সাজিদুল ইসলাম, ও চ্যানেল আইর মক্কা প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। বক্তারা বলেন বাংলাদেশ ও প্রবাসীদেও প্রিয় চ্যানেল দুটি হটাৎ করে বন্ধ করায় বাংলাদেশী জনগন হবাক হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে মিডিয়ার উপর এ রকম নগ্ন হস্তক্ষেপ কোন ভাবেই মেনে নেয়া যায় না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রবাসী সাংবাদিকরা। অবিলম্বে চ্যানেল দুটি পুনরায় সম্প্রচারে নিয়ে আসার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। একই সাথে সৌদিআরব প্রবাসীদের জীবন মরণ সমস্যা একামা ট্রান্সপার এর ব্যবস্তা করতে ও দাবী জানান। ৪ বছর ধরে আশ্বাসের বানী শুনতে শুনতে বিরক্ত বোধ করছেন প্রবাসীরা। এখন বাস্তবে সমস্যার সমাধান চায় সৌদি প্রবাসী বাংলাদেশীরা।
বিষয়: বিবিধ
১৮২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন