ধর্ম নিয়ে রাজনীতি চলবে না ! নাস্তিকদের এ বক্তব্য কি ঠিক?
লিখেছেন লিখেছেন রওশন আলম ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩০:০১ সকাল
কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। দেশের বিচার ব্যবস্থা কি হবে। আমার ব্যবসা-বাণিজ্য কেমন হবে। পিতা-পুত্র, স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হবে। ছেলে-মেয়েদের চলাফেরা, পোষাক, কথাবর্তা কেমন হবে। এসব কিছুই আছে আমার কোরআন শরিফ এ। মহান আল্লাহতাআলা রাব্বুল আলামিন শুধু মাত্র কোরআন শরিফ পাঠিয়ে ক্ষান্ত হননি। তার সাথে এক আর্দশ মানুষ , সর্বকালের সর্বসেরা মানুষ পাঠিয়েছেন এবং কোরআন শরিফটা তার পুরো জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন সেটা কিভাবে পালন করতে হবে। আমার সেই নবী (স কি রাষ্ট্র পরিচালনা করেনি? হযরত ওমর (র কি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেনি? অবশ্যই করেছেন এবং সবচেয়ে সফল ভাবেই তা করেছেন। ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নেই এ কথা যারা বলে তারা ইসলাম সমদ্ধে নূন্যতম জ্ঞান রাখেন বলে আমি মনে করি না। কারন ইসলাম চালু থাকলে তাদের বেহাপনা চলবে না। মদ খেতে পারবেনা। অপকর্ম করতে পারবে না। তারা আসলে ইসলামকে ভয় পায়। যারা কখনো আযান শুনে মসজিদে যায়না, ঈদের নামায পর্যন্ত পড়েনা। তাদের মুখে ইসলামের কোন কথা মানায় না। হাদিসের একটা লাইন লিখলেই কি ইসলামিক স্কলার হওয়া যায? আমি একজন মুসলমান। কোরআন আমার সংবিধান। কোরআন এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আমার নাই। তাই নাস্তিকদের বিরুদ্ধে নূন্যতম হলেও ঘৃণা পোষন করতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে।আর যারা কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান মানতে চান না তারা তো আদম শুমারীর মুসলিম। তাদের ইসলাম নিয়ে কোন মন্তব্য করার অধিকার নেই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
বিষয়: রাজনীতি
১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন